সব
সিরিজ ১ম: পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল এসিস্ট্যান্ট সৌরভ হালদারের বিরুদ্ধে জমি দখল সহ বিভিন্ন অভিযোগ উঠেছে যা এই অভিযোগের সাতকাহনে পর্যায়ে ক্রমে উল্লেখ থাকবে।
সৌরভ হালদার উপজেলার শাপলেজা ইউনিয়নের বুক্ষইতলা বান্ধবপাড়া গ্রামের ধীরেন্দ্র নাথ হালদার এর ছেলে। ভুক্তভোগী রোকসানা জানায়,তার ক্রায়কৃত জমিতে রাতের অন্ধকারে একটি মন্দির নির্মাণ করে জমি দখল করে। পরে উল্টো রোকসানার বাবার নামে মন্দিরের রাস্তা কাটার অভিযোগ তুলে।
অন্য দিকে ১৪ ই জুন মঠবাড়িয়া পৈারসভার ১ নং ওর্য়াডের মিলন হাওলাদারের স্ত্রী রিতা রানি বাদী হয়ে মঠবাড়িয়া বিজ্ঞ সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি চাদাবাজী মামলা দায়ের করেছিলেন।
মামলা সূত্রে জানাযায়, রিতা রানির স্বামী মিলন হাওলাদারের কাছে সৌরভ ৫০ হাজার টাকা চাদা দাবী করেলে মিলন দিতে রাজি না হলে তাকে মারধর করেন।
গত ২৭শে সেপ্টেম্বর দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোঃ ফাহাদ তার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার শাপলেজা ইউনিয়নের বুক্ষইতলা বান্ধবপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করেছিলেন।
স্থানীয় সূত্রে জানাযায়, ডাঃ সৌরভ একজন সরকারি কর্মচারী হওয়ায় তিনি অনেক প্রভাব দেখান তিনি যদি তার নিজ এলাকায় পোস্টিং না হতো তাহলে হয়তো আমারা ভালো থাকতাম।
এবিষয় ডা: সৌরভের মুঠোফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। ডাঃ সৌরভের অভিযোগের সাতকাহন বাকি অংশ ২য় সিরিজে আসবে।
মন্তব্য