সব
বিভাগীয় নগরী ময়মনসিংহে ০৬-০৯-২০২৩, বুধবার সকাল ১১টায় নগরীর গ্রীন পয়েন্ট কনভেনশন সেন্টারে ইউএসএআইডির অর্থায়নে পরিচালিত ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এসপিএল প্রকল্পের আওতায় ৮ম ব্যাচের সিনিয়র রাজনৈতিক ফেলোদের উদ্যোগে “Effective Advocacy in Addressing Local Community Issues” শিরোনামে এক জনগুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ অঞ্চলের জনসম্পৃক্ত সমস্যা সমাধানে কার্যকর এডভোকেসি শীর্ষক কর্মশালাটি আওয়ামী লীগ মনোনীত ডিআই সিনিয়র পলিটিক্যাল ফেলো ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক রিপন ও বিএনপি মনোনীত সিনিয়র পলিটিক্যাল ফেলো ও ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ.কে এম মাহবুবুল আলমের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য গোলাম ফেরদৌস জিল্লু, বিএনপির দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি ও ডিআই সিনিয়র ফেলো ফরিদা ইয়াসমিন পারভীন, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য ও ডিআই সিনিয়র ফেলো আনোয়ারা খাতুন, আওয়ামী লীগ মনোনীত পলিটিক্যাল ফেলো ও মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সভাপতি সুমন চন্দ্র ঘোষ উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ অঞ্চলের স্থানীয় জনগুরুত্বপূর্ণ সমস্যা চিহ্নিতকরণ ও নিরসনকল্পে স্টেকহোল্ডারদের সাথে অ্যাডভোকেসি করার লক্ষ্যে অনুষ্ঠিত গোলটেবিল কর্মশালায় অন্যান্যদের মধ্যে ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও ডিআই মাস্টার ট্রেইনার ওয়াহিদুজ্জামান আরজু, জাতীয় পার্টির যুব ও ক্রীড়া সম্পাদক ও ডিআই মাস্টার ট্রেইনার শহীদ আমিনী রুমি, জেলা যুব সংহতির সদস্যসচিব ও ডিআই পলিটিক্যাল ফেলো শরীফ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও এমএএফ সদস্য অধ্যাপক তাসলিমা জামান লাভলী, মহানগর আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও ডিআই ফেলো রফিকুল ইসলাম রতন, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও এমএএফ সদস্য নূরজাহান মিতু, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও এমএএফ সদস্য শামীমা আক্তার, মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও মসিক কাউন্সিলর শাম্মী আক্তার মিতু, জেলা যুবলীগ নেতা ও ডিআই পলিটিক্যাল ফেলো এড.মাহবুব আলম মামুন, মহানগর যুব লীগ সদস্য ও ডিআই ফেলো শাহ্ আলমগীর জয়, ডিআই ফেলো ও আওয়ামী লীগ নেত্রী মাহমুদা হোসান মলি, মহানগর বিএনপির সদস্য ও এমএএফ সদস্য আব্দুর রব আকন্দ রতন, বিএনপির পলিটিক্যাল ফেলো ও উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলি, ডিআই পলিটিক্যাল ফেলো ও জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক এড. জাহিদ হোসেন উৎপল, বিএনপির পলিটিকাল ফেলো ও ময়মনসিংহ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ফারিয়া তাসনিম তিথি, মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ও এমএএফ সদস্য আতিয়া ফাইরোজ মলি, বিএনপির ফেলো ও উত্তর জেলা যুবদল সদস্য এনামুল হক শাহীন, বিএনপির ফেলো ও জেলা মহিলা দলের পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক কামরুন্নাহার কলি সহ আওয়ামী, বিএনপি ও জাতীয় পার্টির পলিটিকাল ফেলো, মাস্টার ট্রেইনার ও নারীর জয়ে সবার জয় নেটওয়ার্কের নেতৃবৃন্দ কর্মশালায় উপস্থিত থেকে কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে স্থানীয় সমস্যাবলী চিহ্নিত করে এবং তার কার্যকরী সমাধানের সুপারিশমালা ফ্লিপচার্টের মাধ্যমে উপস্থাপন করেন।
রাজনৈতিক নেতৃবৃন্দ, সিভিল সোসাইটির প্রতিনিধিবৃন্দ ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদেরকে নিয়ে এমএএফের উদ্যোগে ইতিপূর্বে অনুষ্ঠিত ” নাগরিক প্রত্যাশা” শীর্ষক কর্মশালার আলোকে সিনিয়র পলিটিকাল ফেলোদের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মশালায় স্থানীয় স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, সুপেয় পানির ব্যবস্থাকরণ, যানজট নিরসন, পরিবেশ দূষণ, জলাধার সংরক্ষণ সহ এতদ্বঞ্চলের জনগুরুত্বপূর্ণ সমস্যাবলী নিয়ে বিশদ আলোচনা হয় এবং এসকল সমস্যা নিরসনকল্পে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে এডভোকেসি করার লক্ষ্যে মাল্টি-পার্টি অ্যাডভোকেসি ফোরামের নিকট সুপারিশমালা উপস্থাপন করা হয়।
কর্মশালায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিউনাল ম্যানেজার নার্গিস আক্তার, সিনিয়র রিজিউনাল কো-অর্ডিনেটর নিরুপমা ভৌমিক, ইলেক্টোরাল প্রোগ্রাম এসোসিয়েট আশরাফুল ইসলাম উপস্থিত হয়ে ইউএসএআইডির অর্থায়নে পরিচালিত এসপিএল প্রকল্পের অধীনে রাজনৈতিক দলগুলোর সাথে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পার্টনারশিপ এর ভিত্তিতে অনুষ্ঠিত কার্যাবলী তুলে ধরেন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
কর্মশালায় উপস্থিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ডিআই পলিটিক্যাল ফেলো, মাস্টার ট্রেইনার, জনপ্রতিনিধি ও স্টেকহোল্ডারবৃন্দ ইউএসএআইডির অর্থায়নে পরিচালিত ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের এসপিএল প্রকল্পের অধীনে জনগুরুত্বপূর্ণ সমস্যাবলী সমাধানের জন্য কার্যকর এডভোকেসি কার্যক্রমে সার্বিক সহযোগিতার জন্য ডিআই এর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
মন্তব্য