পিরোজপুরের ইন্দুরকানী নাগরিক ফোরামের উদ্যোগে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রঃ) এর ‘জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইন্দুরকানী উপজেলা শাখার আমীর মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় প্রধান অতিথি হিসেবে ব্যক্তাব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ।
৪ ঘন্টা ব্যাপি আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আল্লামা সাঈদী’র জীবন ও কর্ম নিয়ে রক্তাব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার আমীর তাফাজ্জল হোসেন ফরিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য, পিরোজপুর জেলা সাবেক সভাপতি, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা গাজী নরুজ্জামান বাবুল, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, ইষ্ট লন্ডন মসজিদের সাবেক খতিব মাওলানা তারেক মনোয়ার, ঢাকা তেজগাঁও এর মদীনাতুল উলুম কামিল মাদরাসার মুহাদ্দিস ড. মাওলানা আবুল কালাম আজাদ বাশার, ঢাকার দক্ষিণ মহাখালী জামে মসজিদের সম্মানিত খতীব মাওলানা আব্দুল্লাহ আল আমিন, আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শামীম সাঈদী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল পিরোজপুর জেলা আহবায়ক উপাধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা সেক্রেটারী মাওলানা আব্দুর রব, ইন্দুরকানী নাগরিক ফোরামের সভাপতি ও আল্লামা সাঈদী ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান, মাসুদ সাঈদী।
এছাড়াও বক্তব্য রাখেন, বিএনপির পিরোজপুর সদর উপজেলার সভাপতি, শংকরপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন মল্লিক নাসির, শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলা সভাপতি জহিরুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর পৌরসভার পৌর আমীর, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পিরোজপুর জেলা শাখার সাবেক সভাপতি শেখ আব্দুর রাজ্জাক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা সভাপতি অহিদুল ইসলাম মায়াজ, বিএনপির ইন্দুরকানী উপজেলা আহবায়ক ফরিদ আহমেদ, সদস্য সচিব মোঃ আলমগীর কবির মান্নু। সাবেক সভাপতি আব্দুল লতিফ হাওলাদার, সাধারণ সম্পাদক ফায়জুল কবির তালুকদার প্রমুখ।
এ সময় আল্লামা সাঈদীর স্মরনে ইসলামী সংগীত পরিবেশন করেন আল-হেরা শিল্পীগোষ্ঠী কাতারের সংগীত পরিচালক, শিল্পী মাহমুদ ফয়সাল, চন্দ্রালোক এর প্রতিষ্ঠাতা পরিচালক, শিল্পী ওবায়দুল্লাহ তারেক, সাইমুম শিল্পীগোষ্ঠীর সাবেক পরিচালক, সুরকার ও গীতিকার ও শিল্পী মশিউর রহমান।
মন্তব্য