সব
আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্বাভাবিক না থাকলে উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ (পিপিএম-বার)।
বুধবার (০৫ জুলাই ২০২৩) ময়মনসিংহ সদর উপজেলার ৬নং চর ঈশ্বরদিয়া ইউনিয়ন পরিষদে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি শাহ কামাল আকন্দ, ৬নং চর ঈশ্বরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা সেলিম, ইউপি সদস্যগণ সহ উক্ত ইউনিয়নের গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
এ সময় ওসি শাহ্ কামাল আকন্দ বলেন, আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখতে মাদক ব্যবসায়ী, চোর. গরু চোর, ছিনতাইকারী, জুয়াড়ি, কিশোর অপরাধী, বাল্য বিবাহ, প্রতারকসহ অপরাধীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে হবে। এ সব অপরাধীদের গ্রেফতারে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। তথ্যদাতাদের নাম গোপন থাকবে। এলাকায় চুরিসহ সকল ধরনের অপরাধ নিয়ন্ত্রণে মাদক জুয়া বাল্য বিয়ে প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ সংক্রান্তে আলোচনা করা হয়।
ওসি আরো বলেন, করোনাকালে সন্তান যখন মাকে ফেলে পালিয়ে গেছে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। এটাই প্রমাণ করে পুলিশ জনতার। সকলকে পুলিশের কাজে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, বিট পুলিশিংয়ের মাধ্যমে সমাজ থেকে অপরাধ নির্মুল করা সম্ভব।
সম্পর্কের গতি যত বাড়বে পুলিশের সাথে জনগণের সম্পর্ক ততোটাই মজবুত হবে। বিট অফিসারকে সহযোগিতা করুন, ছোট খাট অপরাধের জন্য মামলা না করে স্থানীয়ভাবে মিমাংসা করার উপর তাগিদ দেন।
মন্তব্য