সব
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে নগরীর আইন শৃঙ্খলা রক্ষার্থে প্রতিটি ওয়ার্ডে বিট পুলিশসিং সভার মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণের কার্যক্রম শুরু করেছেন কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ (পিপিএম-বার)।
ওসি শাহ্ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, ইভটিজিং, ধর্ষণ, খুন সহ বিভিন্ন অপরাধ নির্মূলে প্রতিদিন নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
এরই ধারাবাহিকতায় রবিবার (২৫ জুন ২৩) তারিখ বিকালে নাসিরাবাদ কলেজ মাঠে এবং ৫ নংওয়ার্ড কাউন্সিলর এর কার্যালয়ে ওয়ার্ডের গন্যমান্য জনসাধারণের সহিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।প্রতিটি মহল্লায় যাতে ঈদুল আযহা উপলক্ষে শহর থেকে গ্রামে যারা যাবেন তাদের বাসায় যাতে চুরি, বা কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে লক্ষে নিরাপত্তা নিশ্চিত করনে মালিকদের করনীয় সংক্রান্তে আলোচনা করেন ওসি শাহ কামাল আকন্দ।
ওসি শাহ কামাল আকন্দ আরোও বলেন, যারা শহর ছেড়ে বাড়িতে যাবেন তারা অবশ্যই পুরো বাড়িটি সিসি ক্যামেরা আওতাভুক্ত করবেন, প্রতিবেশীদের অবগত করবেন, সার্বক্ষণিক তালাবদ্ধকৃত বাসা নজরদারি রাখার বিষয়ে এলাকার সচেতন মহলকে দায়িত্ব পালনের পরামর্শ প্রদান করেন।
এবারের ঈদে যাতে শহরে কোন প্রকার ঘটনা না ঘটে, ঈদ পূর্ববর্তীতে নগরে যাতে কোন প্রকার অপরাধ সংঘটিত না হয় কিংবা শপিং মলে হাট বাজারে গরুর হাটে কিংবা পরিবহনে কেউ যেন অজ্ঞান পার্টির খপ্পরে কিংবা প্রতারণার স্বীকার কেউ না হয় এ সকল বিষয়ে আলোচনা করা হয়। উক্ত আলোচনা সভায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মুক্তিযোদ্ধা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও ওসি শাহ্ কামাল আকন্দ ৫নং ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে জামতলা মোড়ে স্থাপিত ১২টি সিসি ক্যামেরার কার্যক্রম উদ্বোধন করেন। এবং নগরীর গোয়ালকান্দি পূর্বপাড়া একাডেমি রোড গুলকিবাড়ি মোহাম্মদ আলী রোড পাড়া পূর্ব হেলথ অফিসার গুলি স্থাপিত ৮৫ টি সিসি ক্যামেরা পরিদর্শন করেন।
মন্তব্য