সব
গত ১৭ এপ্রিল আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (জেপি-মঞ্জু) এর সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে দায়ের হওয়া মামলায় ভান্ডারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জেপি’র সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম উজ্জ্বল সহ ১০ জনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ আবু জাফর নোমান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। এর আগে উচ্চ আদালত থেকে পাওয়া তাদের ৬ সপ্তাহের আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ার পর জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন করেন। বৃহস্পতিবার জামিনের শুনানী শেষে বিচারক উজ্জ্বল সহ ১০ জনকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। এদিকে সংবাদকর্মীরা যাতে উজ্জ্বলের ছবি নিতে না পারে এজন্য উজ্জ্বল সহ অন্যান্য আসামীদের পিছনের দরজা থেকে বের করা হয়।
উল্লেখ্য; গত ১৭ এপ্রিল ভান্ডারিয়ার তেলিখালী ইউনিয়নে জেপি’র ইফতার মাহফিল শেষে ফেরার পথে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে জেপি’র নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার পর জেপি’র নেতাকর্মীরা ভান্ডারিয়ায় ফিরে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মিরজুল ইসলাম এর বাসভবন এবং স্থানীয় একটি আওয়ামলী লীগ অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ঘটনায় আওয়ামী লীগের ১০-১৫ নেতাকর্মী আহত হয়।
এ ঘটনায় ১৯ এপ্রিল স্থানীয় যুবলীগ নেতা চপল হাওলাদার বাদী হয়ে ভান্ডারিয়া থানায় উজ্জ্বলকে প্রধান আসামী করে ২১ জনের নাম উল্লেখ সহ আরও ৪০-৫০ জনকে অজ্ঞাত আসামী করে একটি মামলা দায়ের করে। আগামী ১৭ জুলাই তারিখ ভান্ডারিয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে সেখানে আওয়ামী লীগ ও জেপি’র নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা রয়েছে।
মন্তব্য