সব
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার অন্তর্গত ১নং ফাঁড়ি এলাকার গাঙ্গিনারপাড় বাঘমারা, কৃষ্টপুর, পুরোহিতপাড়া, বলাশপুর, কালিবাড়ি, র্যালীর মোড়, ভাটিকাশর ও কেওয়াটখালী আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধসহ নগরীর ব্যস্ততম এলাকা গাঙ্গিনারপাড়কে যানজটমুক্ত রাখার চ্যালেঞ্জ নিয়ে মাঠে কাজ শুরু করেছেন নবাগত ইনচার্জ দেবাশীষ সাহা। এতে জনসাধারণ সুফল ভোগ করবে বলে আশা করা যাচ্ছে।
তিনি প্রতিনিয়ত গাঙ্গিনার পাড় মোড় থেকে রেলওয়ে স্টেশন মোড় পর্যন্ত এবং দূর্গাবাড়ি রাস্তা দখলে নিয়ে অসাধু হকার শ্রেণীর ব্যবসায়ীরা ফুটপাত বসিয়ে ব্যবসা গড়ে তুলে। এতে যাটজট মারাত্বক আকার ধারণ করে। ফাড়ির ইনচার্জ দেবাশীষ সাহা চৌকস পুলিশ টিম নিয়ে অভিযান চালিয়ে ফুটপাত উচ্ছেদসহ যানজট নিরসনে কঠোর ভুমিকা রেখে চলছেন। তাঁর সার্বক্ষণিক চেষ্টায় পুলিশ দল ফুটপাত উচ্ছেদ করে যানজটমুক্ত নিরাপদ নগরী উপহার দিয়ে যাচ্ছেন ময়মনসিংহবাসীকে।
এছাড়া ফাঁড়ি এলাকায় আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখতে টানা কয়েকদিন ধরে রাত্রকালীন টহল জোরদার করা হয়েছে।
ফাঁড়ির ইনচার্জ দেবাশীষ সাহা বলেন, কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দের নির্দেশে ফাঁড়ি এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি, ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধে বাড়তি নিরাপত্তার উদ্যোগ নেয়া হয়েছে। প্রতিদিন সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত রাত্রিকালীন টহল জোরদার এবং মোটর সাইকেলে ডিউটি কার্যক্রম শুরু করা হয়েছে। ফাঁড়ি এলাকায় টহলকারী পুলিশ দল পালাক্রমে টহল দিচ্ছে।
বিশেষ করে বাঘমারা, পুরোহিতপাড়া, কৃষ্টপুর, বলাশপুর, কালিবাড়ি, র্যালীর মোড়, ভাটিকাশর ও কেওয়াটখালী কলোনী এলাকায় টহল পুলিশ নিয়মিত করা হয়েছে।
তিনি আরো বলেন, এই সময়ে ২০ গ্রাম হেরোইন সহ তিনজন আলোচিত মাদক ব্যবসায়ী, একশত পিস ইয়াবা সহ বাঘমারা রেলক্রসিং এলাকায় চিহৃিত দুই মাদক ব্যবসায়ী, ৭ টি ল্যাপটপ ও একটি সিপিইউ সহ চিহ্নিত চোর, ডাকাতির চেষ্টাকালে তিন জনকে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে।
এছাড়া বেশ কয়েকজন চিহ্নিত ছিনতাইকারী এবং চৌদ্দ মামলার আসামী নগরীর দূর্ধর্ষ ছিনতাইকারী, চিহ্নিত চোর ও তালিকাভুক্ত আলোচিত মাদক ব্যবসায়ী শামীমসহ পরোয়ানাভুক্ত অপরাধীদেরকে গ্রেফতার করা হয়েছে।
ফাঁড়ি ইনচার্জ দেবাশীষ সাহা আরো বলেন, নগরীর অতি ব্যস্ততম এলাকা গাঙ্গিনারপাড় হকার ও যানজটমুক্ত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।
নগরবাসী একাধিক সূত্র জানায়, কোতোয়ালি মডেল থানার অন্তর্গত ১নং ফাঁড়ি ইনচার্জ দেবাশীষ সাহা সদ্য যোগদান করেই তাঁর চৌকস পুলিশ টিম নিয়ে একটি যানযটমুক্ত নিরাপদ শহর উপহার দিতে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। শান্তি প্রিয় নগরীর পরিবেশ সৃষ্টি করতে পুলিশের পাশাপাশি নগরবাসীর দায়িত্ব রয়েছে। নগরবাসী আন্তরিক হলে পুলিশের চেষ্টা শতভাগ সফল হবে।
মন্তব্য