সব
ময়মনসিংহের মুক্তাগাছায় কুমারগাতা ইউনিয়নের ঘোষবাড়ি গ্রামে পাঁচ বছরের শিশু হত্যার ঘটনা ঘটেছে।
জানা যায়, রাইসুল ইসলামের ছেলে রাফি (৫) তার বাড়ী থেকে হাফ কিলোমিটার দূরে মাটি কাটার ভেকু গাড়ী দেখতে যায়। এরপর আর বাড়িতে ফিরে না আসায় মুক্তাগাছা থানায় ৮ মে সোমবার রাতে জিডি এন্টি করে তার পরিবার। অনেক খোঁজাখুঁজি পর ৯ মে মঙ্গলবার সকালে বাড়ী সংলগ্ন উজ্জল মিয়ার ডোবার পাশে ভিকটিমের জুতা পড়ে থাকতে দেখে ডোবায় নেমে কুচুরিপানার নিচ থেকে ভিকটিমের লাশ দেখতে পেয়ে থানায় সংবাদ দিলে ওসি আব্দুল মজিদ থানা পুলিশের টিম নিয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।
পরে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
মুক্তাগাছা থানার ওসি আব্দুল মজিদ বলেন, আমি ঘটনাটি শোনার পর থেকেই শিশুকে খোঁজাখুঁজি শুরু করি। আজ ভিকটিমের লাশ উদ্ধার করা হয়েছে ঘটনার সঙ্গে জড়িত একই এলাকার আবু রায়হান মো. জিল্লুর রহমানের ছেলে মো. আবু সাইদকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। প্রাথমিক জিঙ্গাসাবাদে হত্যার ঘটনার সাথে একাই জড়িত থাকার বিষয় স্বীকার করে। ধৃত আসামীর জবানবন্দি রেকর্ডের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য