সব
ময়মনসিংহ সদর উপজেলার ২২ /২৩ অর্থ বছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্হান কর্মসূচীর ইজিপিপি আওতায় প্রকল্পের ব্যাপক অনিয়ম দূর্নীতির অভিযোগ উঠেছে চেয়ারম্যান ও প্রকল্প সংশ্লিষ্টদের বিরুদ্ধে।
সদর উপজেলার ১২ নং ভাবখালী ১ নং ওয়ার্ডের কুদ্দুছ চেয়ােম্যানের বাড়ী থেকে মরহুম আলী ফকিরের বাড়ী পযন্ত রাস্তা মেরামতের কোন রকম কাজ হয়নি বলে স্হানীয়রা জানান।
স্হানীয় মসজিদের মুসুল্লীদের সাথে কথা বলে জানাযায় করোনাকালীন একবার কিছু মাটি ভরাটের কাজ হয়েছিলো । গত দুইবছরে আলী ফকিরের বাড়ী পযন্ত এক কোদাল মাটি ভরাটের কাজও তাদের চোখে পড়েনি । তারা নিজেরা মসজিদের সাথের রাস্তায় টাকা দিয়ে মাটি কিনে ফেলেছেন । আরেকজন স্হানীয় ব্যাক্তি তার বাড়ির সামনে থেকে পিছন পযন্ত রাস্তা নিজের টাকা খরচ করে পাকা করেছেন।
এদিকে দড়ি ভাবখালী ৪ নং ওয়ার্ডে ইয়াছিন মন্ডলের বাড়ী থেকে সালাম মন্ডলের বাড়ী পযন্ত রাস্তা মেরামতের কোন কাজ এলাকার মানুষের চোখে পড়েনি । তবে স্হানীয় একজন জানান একটি পুকুর পাড়ের কিনারায় কিছু মাটি ভরাট করতে দেখেছেন । অন্যথায় এখানে আর কোন কাজ হয়নি বলে তিনি স্পর্টভাষায় উল্লেখ করেন।
এভাবে ভাবখালী’র ইউনিয়নে ৬ টি ওয়ার্ডে সরজমিনে ঘুরে দৃশ্যমান কাজের কোন খবর পাওয়া যায়নি এবং স্হানীয়রা ইজিপিপি প্রকল্পের কোন কাজ সম্পূর্ন হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন।
ইউনিয়নের ৬ টি ওয়ার্ডের প্রায় কোটি টাকার কাজের প্রকল্পে থাকলেও বাস্তবে তা দৃশ্যমান নয়।
ভাবখালী ইউনিয়নে এসকল প্রকল্প ছাড়াও অন্যান্য প্রকল্প থেকেও কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে চেয়ারম্যানের বিরুদ্ধে।
এ ব্যাপারে স্হানীয়রা ময়মনসিংহ ৪ আসনের সাংসদ বেগম রওশন এরশাদ, ময়মনসিংহ জেলা প্রশাসক, দুদক সহ বিভিন্নস্হানে অভিযোগ দায়ের করা হয় বলে সূত্র জানিয়েছেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যাবস্হা গ্রহনে অনুরোধ জানিয়েছে এলাকাবাসী।
মন্তব্য