সব
রাঙামাটিতে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য র্যালী করেছে জেলা ছাত্রদল। গত ০২-০১-২৩ ইং সোমবার দুপুরে পৌরসভা প্রাঙ্গণ হতে শত শত নেতাকর্মীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা, এসএসসি পরিক্ষার্থীদের সংবর্ধনা ও সাবেক ছাত্রনেতাদের সম্মাননা স্বারক প্রদান অনুষ্ঠানে মিলিত হয়।
আলোচনা সভায় জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান। প্রধান বক্তা ছিলেন- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান।
বশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল।
জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকুর সঞ্চালনায় বিশেষ বক্তা ছিলেন- জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, স্বাগত বক্তব্য রাখেন- জেলার সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দীন।
অন্যান্যের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, জেলা জাসাস সভাপতি মো. কামাল হোসেন, কৃষক দলের সাধারণ সম্পাদক রবিউল হোসেন বাবলু সহ ছাত্রদলের বিভিন্ন শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে- দীপেন দেওয়ান, বিএনপি ঘোষিত ১০ দফা ও রাষ্ট্র মেরামতের রূপরেখা বাস্তবায়ন সহ বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী দিনের আন্দোলন সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
সভায় ছাত্রদলের নেতারা বলেন, আওয়ামীলীগ যতই বাধা বিপত্তির সৃষ্টি করুক না কেন তা প্রতিহত করে আমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা
গণতন্ত্র পূনরুদ্ধারে চলমান আন্দোলনকে এগিয়ে নেওয়ার লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাঙ্গামাটি জেলার নেতা কর্মীরা কাজ করে যাবো।
মন্তব্য