সব
পহেলা জানুয়ারি বছরের প্রথম দিনে শিক্ষক শিক্ষার্থীদের বিপুল উৎসাহ উদ্দীপনায় আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে বই উৎসব পালিত হয়েছে।
আনুষ্ঠানিকভাবে পঞ্চগড় জেলা তেতুলিয়ায় উপজেলায় প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।
তেতুলিয়ায় করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত দুই বছর বই উৎসব হয়নি।এখন নিয়ন্ত্রণে আসায় আজ রোববার ১ জানুয়ারী নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় উৎসব করে শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে পাঠ্যবই তুলে দেওয়ার উদ্যোগ গ্রহন করে উপজেলা প্রশাসন ও (এনসিটিবি)।
পাঠ্যপুস্তক উৎসব উপজেলার তেতুলিয়া পাইলট উচ্চবিদ্যালয়ে, এবং কাজী শাহাবদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে।
আর প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বই উৎসব তেতুলিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে। সরজমিনে এখানে এসে দেখা গেছে বই বিতরণ উৎসবের আয়োজন শেষ করা হয়েছে।
২০২৩ শিক্ষাবর্ষের বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, বই বিতরন উৎসবের সভাপতিত্বে করেন
উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র, মাধ্যমিক শিক্ষা অফিসার মো; শওকত আলী,প্রাথমিক শিক্ষা অফিসার মো; মোস্তাফিজুর রহমান,শিক্ষক, শিক্ষার্থী প্রমুখ।
মন্তব্য