সব
আমনের ব্যাপক আবাদ হয়েছে এবার। সেইসঙ্গে ধানের ফলনও ভালো হয়েছে। এদিকে, উপজেলায় সরকারিভাবে ধান ও চাল কেনা শুরু হয়েছে।
তেতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা,উপজেলার খাদ্য গোদামে বুধবার সকালে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ধান-চাল ক্রয়ের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীগের সাধারন সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাব্লু,
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জহুরুল হক , উপজেলা চালকল মালিক সমিতির পক্ষে জবেদা অটো চালকল মো; শফিকুল ইসলাম উপজেলা খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল ফারুক,শহিদুল হক, ইউসুব আলী,গোলাম মোস্তফা প্রমুখ।
খাদ্য নিয়ন্ত্রক মো.জহুরুল হক জানান, ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫শত৮৪ মেট্রিক টন। এর মধ্যে চাল প্রতিকেজি ৪২ টাকা, ধান প্রতিকেজি ২৮ টাকা দরে মূল্য নির্ধারণ করা হয়েছে।
তেতুলিয়ায় চালকল মালিক সমিতির সভাপতি মো; মোকলেছুর রহমান বলেন, ‘সরকারিভাবে ধান-চাল ক্রয় অভিযান শুরু হওয়ায় কৃষকরা ধানের ন্যায্য মূল্য পাবে। তবে চুক্তি অনুযায়ী নির্ধারিত মূল্যে বরাদ্দকৃত চাল দিলে মিলাররা ক্ষতিগ্রস্ত হবে। তার পরও সরকারি নির্দেশনা অনুযায়ী আপৎকালীন মজুদ বাড়ানোর জন্য ধান ক্রয়ের মাধ্যমে মিলগুলিোচালু করে চাল দেবে মিলাররা।’
মন্তব্য