সব
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বিদ্যানন্দ সঃ প্রাঃ বিদ্যালয়ের পশ্চিম পাশে একটি টিনসেট ঘর আগুনে পুড়ে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।
গতরাতে আনুমানিক রাত ১০ টার দিকে ফুলবাড়ীয়ার বিদ্যানন্দ সঃ প্রাঃ বিদ্যালয়ের পশ্চিম পাশে সাবেক সচিব, আলাউদ্দিন সাহেবের পাশের বাড়ী, মৃত আবুল কালাম সরকারের একটি টিনসেট মাটির ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা যায়। মোঃ রফিকুল ইসলাম জানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে। এই দূর্ঘটনার প্রায় ২ লক্ষ টাকার মালামাল ও নগদ ৩০ হাজার টাকা পুড়ে ছাই হয়ে গেছে। আগুন লাগার খবর শুনে দ্রুত ফায়ার সার্ভিসের একটি টিম ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
তবে আগুনে পুড়ে মোঃ রফিকুল ইসলামের পরিবার তাদের শেষ আশ্রয় এর স্থানটি হারিয়েছে। এখন তারা এলাকার চেয়ারম্যান পিয়াও ও ইউএনও এর সহযোগিতা কামনা করছেন। ঐই এলাকার বাসিন্দারা বলেন, রফিকুল ইসলামের পরিবারের বিপদে সকলের এগিয়ে আসা উচিৎ।
মন্তব্য