সব
ময়মনসিংহ সদর উপজেলার কোতোয়ালী থানাধীন ৩১নং ওয়ার্ডের চর ঈশ্বরদিয়া এলাকায় পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় নারীসহ একই পরিবারের অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।
ভুক্তভোগী মোঃ রউফ মিয়া (৩৫), পিতা—মৃত শামছুদ্দিন, সাং—চর ঈশ্বরদিয়া, কোতোয়ালী, ময়মনসিংহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২৫ জানুয়ারি ২০২৬ ইং সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে চর ঈশ্বরদিয়া স্কুলঘর বাজার সংলগ্ন এলাকায় তার বড় ভাই মোঃ এরশাদ মিয়া (৩৮)-এর সঙ্গে বিবাদীরা অহেতুক ঝগড়া শুরু করে এবং একপর্যায়ে তাকে মারধর করতে থাকে।
খবর পেয়ে ঘটনাস্থলে গেলে মোঃ রউফ মিয়া, তার বড় ভাই মোঃ শাহজাহান (৫৫) এবং বড় বোন মোছাঃ হুসনা (৪০)-এর ওপর অতর্কিত হামলা চালানো হয়।
অভিযোগে বলা হয়, অভিযুক্ত মোঃ সিদ্দিক মিয়া, জুবায়ের ও মোঃ দূর্জয়সহ কয়েকজন তাদের গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। অপর অভিযুক্তরা লোহার রড ও এসএস পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে।
এছাড়াও কিল, ঘুষি ও লাথির আঘাতে ভুক্তভোগীদের শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয়। স্থানীয়দের চিৎকার ও হস্তক্ষেপে হামলাকারীরা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা মামলা করলে প্রাণনাশের হুমকিসহ মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
আহতদের অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয়দের সহায়তায় অটোযোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়, যেখানে তারা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
ভুক্তভোগীরা জানান, অভিযুক্তরা অত্যন্ত ভয়ংকর প্রকৃতির এবং ভবিষ্যতে যে কোনো সময় পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষতি করতে পারে। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী রয়েছে বলেও অভিযোগে দাবি করা হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য