সব
সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক ১১ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ ০২ মাদককারবারিকে গ্রেফতার করেছে।
সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৪ জানুয়ারী ২০২৬খ্রিঃ অনুমান ০২১০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার রহমতপুর বাইপাস সংলগ্ন ইঞ্জিনিয়ার কলেজের সামনে ময়মনসিংহ-মুক্তাগাছা মহাসড়কের পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে।
উক্ত চেকপোস্টে নোহা গাড়ি অতিক্রম করাকালীন সিগন্যাল দিয়ে থামিয়ে ড্রাইভার বেশে থাকা মাদককারবারি ১। আব্দুল মালেক(৪২), থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ এবং গাড়িতে থাকা অপর মাদককারবারি ২। মোহন মৃধা(৩২), থানা-টুঙ্গিপাড়া, জেলা-গোপালগঞ্জদের আটক করা হয়। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে তাদের জিজ্ঞাসাবাদে অবৈধ মাদক দ্রব্য গাঁজা থাকার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্য এবং দেখানো মতে নোহা গাড়িতে বিশেষ কায়দায় রক্ষিত ১১ কেজি অবৈধ মাদক দ্রব্য গাঁজা উদ্ধার, বহনে ব্যবহৃত নোহা গাড়ি ও ০২ টি মোবাইল ফোন উদ্ধার পুর্ব করতে সক্ষম হয়। উদ্ধারকৃত অবৈধ মাদক দ্রব্য গাঁজার আনুমানিক বাজার মূল্য ২,২০,০০০/-(দুই লক্ষ বিশ হাজার) টাকা।
ধৃত মাদককারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় আলমতসহ মাদককারবারিদের হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য