সব
ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানাধীন রাঙ্গামাটিয়া (জয়নাল মার্কেট) বাবুলের বাজার ‘দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসা’ প্রাঙ্গণে ১৮ ডিসেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) দুপুর ১২.০০ ঘটিকায় আফরোজা হেলেন, সভানেত্রী, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর তত্ত্বাবধানে ও ঝুমা নাসরিন, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ময়মনসিংহ এর সভাপতিত্বে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), এস এম হাসান ইস্রাফীল, সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল), তাহমিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (এসএএফ), মোঃ সাইফুল্লাহ, অফিসার ইনচার্জ, ফুলবাড়িয়া থানা সহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মন্তব্য