সব
জান্নাত নামে ১০ বছরের এক মেয়ে শিশু পাওয়া গেছে। বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ২২.১০ ঘটিকায় রমনা মডেল থানাধীন কর্ণফুলী গার্ডেন সিটির অস্থায়ী চায়ের দোকান এর সামনে ভিকটিমকে রাস্তায় কান্নারত অবস্থায় স্থানীয় লোকজন পেয়ে রমনা থানা পুলিশের নিকট নিয়ে আসে।
শিশুর গায়ের রঙ শ্যামলা এবং উচ্চতা প্রায় ৪ ফুট। বয়স আনুমানিক ১০ বছর। ঘটনার সময় তার পরনে ছিল গোলাপী রঙের সোয়েটার। পুলিশের জিজ্ঞাসাবাদে শিশুটি তার পিতার নাম মোঃ মুক্তার, মাতার নাম শাহনুর এবং ঠিকানা সিলেট বলে জানায়। তবে এর বেশি কোনো তথ্য দিতে পারেনি।
পরর্বতীতে, রমনা থানা পুলিশ শিশুটিকে ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের ভিকটিম সার্পোট সেন্টারে হস্তান্তর করে। বর্তমানে উক্ত শিশু তেজগাঁও থানা কমপ্লেক্সে অবস্থিত ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ আশ্রয়ে রয়েছে। এ বিষয়ে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, জিডি নং- ১১৮৫, তারিখ: ১৭/১২/২০২৫।
কোনো সহৃদয় ব্যক্তি যদি শিশুটির পরিবারের সন্ধান জানলে তেজগাঁও থানা কমপ্লেক্সে অবস্থিত ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে ডিউটি অফিসারের মোবাইল নম্বর ০১৩২০-০৪২০৫৫ অথবা টিএনটি নম্বর ০২-৪১০২৪৮৪৮-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
সুত্র, DMP news
মন্তব্য