সব
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পরিদর্শনকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফরের সঙ্গে এক চিকিৎসকের বাকবিতণ্ডাকে কেন্দ্র করে তাৎক্ষণিক সিদ্ধান্তে ক্যাজুয়ালটি ইনচার্জ ডা. ধনদেব বর্মনকে বহিষ্কার করা হয়েছে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি করেছে।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে শিশুদের মূত্রাশয় ও প্রজননতন্ত্র বিষয়ক একটি সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে মমেকে আসেন ডিজি। সেমিনারের আগে তিনি হাসপাতালের সার্বিক সেবা, জরুরি বিভাগ, রোগী ব্যবস্থাপনা এবং স্টাফদের উপস্থিতি যাচাই করতে পরিদর্শনে বের হন।
পরিদর্শনের সময় ক্যাজুয়ালটি বিভাগে গিয়ে ডিজি বর্তমান সেবার মান, ব্যবস্থাপনা ও কর্মী পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুললে ইনচার্জ ডা. ধনদেব বর্মন তার সীমাবদ্ধতা, জনবল সংকট ও অতিরিক্ত কাজের চাপের বিষয়টি তুলে ধরে হতাশা প্রকাশ করেন। এ নিয়েই মুহূর্তেই তৈরি হয় তীব্র বাগবিতণ্ডা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ডিজি ক্ষুব্ধ হয়ে তাকে তাৎক্ষণিক বহিষ্কারের মৌখিক নির্দেশ দেন।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, পরিদর্শনের সময় উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে যা অপ্রত্যাশিত। বিষয়টি যাচাই না করে বিস্তারিত মতামত দেওয়া যাচ্ছে না।
ভিডিও ভাইরাল হওয়ার পর চিকিৎসা ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ শৃঙ্খলা, জনবল সংকট ও প্রশাসনিক তৎপরতা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন চিকিৎসক সংকটে জর্জরিত হাসপাতালের মূল সমস্যাগুলো সমাধান না করে হঠাৎ বহিষ্কারকেই কি সমাধান ধরা হচ্ছে?
ঘটনা ঘিরে হাসপাতালে ও অনলাইনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
মন্তব্য