সব
ময়মনসিংহ-৬ ফুলবাড়ীয়া আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে ফুলবাড়ীয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উদ্যোগে শনিবার (২২ নভেম্বর) বিকেলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন এবং প্রার্থীর সঙ্গে সরাসরি মতামত ও পরামর্শ বিনিময় করেছেন।
আন্ধারিয়া পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম, যিনি উপস্থিত জনতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনতার সহযোগিতা ও আস্থা ছাড়া কোনো প্রার্থী সফল হতে পারে না। তিনি ভোটারদের একসাথে থাকার আহ্বান জানান এবং এলাকার উন্নয়ন ও সেবামূলক কাজের প্রতিশ্রুতি দেন।সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযুদ্ধা হযরত আলী। বক্তব্য রাখেন ছাত্র নেতা আশরাফ, ইউসুফ আলী মন্ডল, আজিজুল হক মাষ্টার, হাফেজ আলী, ওয়াজ উদ্দিন ও রফিকুল ইসলাম জুয়েল, আহম্মেদ সরকার প্রমুখ। বক্তারা প্রার্থীর ব্যক্তিগত গুণাবলী, এলাকার উন্নয়নের জন্য তার পরিকল্পনা এবং সৎ নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন।
এমপি প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, “আমাদের লক্ষ্য শুধু নির্বাচনে জয়লাভ নয়, এলাকার মানুষের কল্যাণ এবং উন্নয়ন। জনসাধারণের মতামত শুনে আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে চাই। সবাইকে সঙ্গে নিয়ে ফুলবাড়ীয়াকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার চেষ্টা করব।”
মন্তব্য