সব
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ শনিবার (২২ নভেম্বর) অনুভূত তীব্র ভূমিকম্পের পরপরই সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে জরুরি নির্দেশনা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক)।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূমিকম্পের পর পরিস্থিতি মন্ত্রণালয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পাশাপাশি মাঠ পর্যায়ে দ্রুত সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও পরিস্থিতির তথ্য সংগ্রহের জন্য সব দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণ শেষে তা দ্রুত সরকারের নিকট পাঠানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে একটি বিশেষ কন্ট্রোল রুম চালু করা হয়েছে। নাগরিকরা ভূমিকম্পসংক্রান্ত সহায়তা বা তথ্যের জন্য ০২৫৮৮১১৬৫১ নম্বরে যোগাযোগ করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভূমিকম্প নিয়ে গুজব বা ভ্রান্ত তথ্য ছড়িয়ে পড়ার আশঙ্কায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি ও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।
দেশের বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির সঠিক চিত্র জানতে সংশ্লিষ্ট দপ্তরগুলো মাঠে কাজ করছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সরকার সম্পূর্ণ প্রস্তুত বলে জানানো হয়েছে।
মন্তব্য