সব
গাজীপুরের শ্রীপুরে শুটিংয়ের কথা বলে ডেকে নিয়ে এক মডেল-অভিনেত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অবশেষে গ্রেপ্তার হয়েছেন নাট্যনির্মাতা নাসিরউদ্দীন মাসুদ। দীর্ঘদিন পলাতক থাকার পর শনিবার (২২ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গাজীপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবির পরিদর্শক হাসমত উল্লাহ।
পরিদর্শক হাসমত উল্লাহ জানান, মামলার প্রধান আসামি গ্রেপ্তারের মাধ্যমে তদন্তের অগ্রগতি আরও সহজ হবে। ঘটনার পর থেকেই নাসিরউদ্দীন মাসুদ আত্মগোপনে ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের পরিচয় উদঘাটন করা সম্ভব হবে বলেও জানান তিনি।
অপরদিকে ভুক্তভোগী মডেল-অভিনেত্রী বলেছেন, “মূল আসামি ধরা পড়ায় স্বস্তি পেলেও এখনও আমাকে নিয়মিত ফোনে হুমকি দেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য অপরাধীদেরও গ্রেপ্তার করা হলে প্রকৃত বিচার নিশ্চিত হবে।”
ভুক্তভোগী জানান, প্রায় চার-পাঁচ মাস আগে পূবাইলে শুটিং চলাকালে পরিচালক নাসিরউদ্দিন মাসুদ তার মোবাইল নম্বর নেন। এরপর নিয়মিত যোগাযোগ ও কয়েকটি নাটকের শুটিং একসঙ্গে করার পর এক রাতে শুটিংয়ের কথা বলে প্রতারণার মাধ্যমে তাকে বাসা থেকে বের করে আনেন মাসুদ। গভীর রাতে গাজীপুরের ‘রাস্ রিসোর্ট’-এ নিয়ে গিয়ে মাদক সেবনের পর পরিচালক মাসুদ ও তার সহকারী বাবর অভিনেত্রীকে ধর্ষণ করেন। পরে রিসোর্ট মালিক পক্ষের লোক পরিচয় দেওয়া এক বয়স্ক ব্যক্তি তাকে তৃতীয়বার ধর্ষণ করেন।
তিনি আরও বলেন, “তারা তিনজন মিলে আমাকে গণধর্ষণ করে। পরে বাবর আমার ব্যবহৃত আইফোন ১৬ প্রো ম্যাক্স ছিনিয়ে নেয় এবং আমাকে রিসোর্ট থেকে বের করে দেয়।”
মন্তব্য