সব
ময়মনসিংহে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় মাত্র ২৪ ঘণ্টার আগেই মূলহোতাকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে চর নিলক্ষীয়া ইউনিয়নের আব্দুল হালিমের ছেলে সোহেল মাহমুদ গ্রেফতার করা হয়। তিনি নগরীর পাটগুদাম এলাকা থেকে ছদ্মবেশি অভিযানে ধরা পড়েন।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শিবিরুল ইসলাম জানান, গত বুধবার ভোররাতে বাঘমারা রেল গেইটে ময়মনসিংহ জংশন স্টেশনসংলগ্ন ওয়াশপিটে দাঁড়িয়ে থাকা জারিয়া লোকাল ট্রেনে গানপাউডার ছিটিয়ে আগুন দেওয়া হয়। ঘটনার পরপরই অগ্নিসংযোগকারী ও দোষীদের শনাক্তে পুলিশের নজরদারি বাড়ানো হয়।
গ্রেফতারকৃত সোহেল মাহমুদ ১৬৪ ধারার জবানবন্দিতে জানায়, ১৩ ও ১৭ তারিখেও ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাসসহ বিভিন্ন এলাকায় নাশকতার উদ্দেশ্যে অগ্নিসংযোগের চেষ্টা করে। পরে( ২০ নভেম্বর) রাতে কোতোয়ালী থানা ওসি ছদ্মবেশে পাটগুদাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন।
ওসি শিবিরুল ইসলামের জিজ্ঞাসাবাদে সোহেল এই ট্রেন অগ্নিসংযোগের ঘটনায় নিজের মূলহোতা ভূমিকার কথা স্বীকার করেছে বলে জানান।
ওসি আরও বলেন, নাশকতা পরিকল্পনাকারী অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য