সব
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার চৌদারে সচেতন জনতার উদ্যোগে মাদক সেবন, বিক্রি, জোয়া ও নারী কেলেঙ্কারি কর্মকান্ডের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে চৌদার নতুন বাজারে এলাকার জনগণের ব্যানারে এবং স্থানীয় মাদক, জোয়া, নারী কেলেঙ্কারি ও দুর্নীতি প্রতিরোধ কমিটি চৌদার নতুন বাজারের আয়োজনে মানববন্ধনে অংশ গ্রহণ করে আশেপাশের বিপুলসংখ্যক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এতে বক্তব্য রাখেন স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। দুর্নীতি প্রতিরোধ কমিটি চৌদার নতুন বাজারের নেতৃবৃন্দ বলেন, মাদক ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তা নিভৃত করতে প্রশাসনের পদক্ষেপ অতীব জরুরী।
মানববন্ধনে বক্তারা বলেন,এই অঞ্চল মাদকের আস্তানায় পরিনত হয়েছে। বর্তমানে বহিরাগতরা এসে এখানে মাদক সেবন ও বিক্রি করে থাকে। এভাবে চলতে থাকলে ধ্বংস হবে যুবসমাজ। প্রশাসনের ভূমিকায় হতাশা প্রকাশ করে তারা বলেন, অনতিবিলম্বে এসব অপরাধীদের আইনের আওতায় না আনা হলে কঠোর কর্মসূচি পালন করবে এলাকাবাসী।
মানববন্ধনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদল সভাপতি ও বিএনপি নেতা আবু বকর সিদ্দিক সরকার, ইউপি সদস্য আতাউর রহমান, বিএনপি নেতা আব্দুর রউফ, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু ইউসুফ, সদস্য সচিব ইমরান হোসেন সবুজ, সমাজসেবক নূরুল ইসলাম, বিল্লাল হোসেন, মজিবুর রহমান মাস্টার, দুর্নীতি প্রতিরোধ কমিটি চৌদার নতুন বাজারের সাধারণ সম্পাদক মেহেদী হাসান নয়ন, সহ প্রচার সম্পাদক মনিরুজ্জামান মনির ও সদস্য মুনসর আলী সহ অন্যান্যরা।
মন্তব্য