সব
গ্রেফতারি পরোয়ানা জারির পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩–এর বিচারক আফরোজা তানিয়ার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি মেহজাবীনের আইনজীবী তুহিন হাওলাদার নিশ্চিত করেছেন।
এর আগে দুপুরে একই আদালতের বিচারক মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সংবাদটি প্রকাশ্যে আসার পর প্রথমে একে ‘ভিত্তিহীন’ দাবি করলেও পরে আগাম জামিন নিতে আদালতে উপস্থিত হন অভিনেত্রী।
এ ঘটনায় মামলার বাদী আমিরুল ইসলাম অভিযোগ করেছেন, দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নতুন পারিবারিক ব্যবসায় অংশীদার করার কথা বলে মেহজাবীন ও তার ভাই আলিসানের পক্ষ থেকে নগদ ও বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা নেন। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও কোনো ব্যবসায়িক কার্যক্রম শুরু হয়নি। টাকা ফেরত চাইলে নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হয় বলে দাবি করেন তিনি।
মামলাটি চলমান রয়েছে এবং পরবর্তী প্রক্রিয়া আদালতে নির্ধারিত সময়ে পরিচালিত হবে।
মন্তব্য