সব
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতের পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, যা বেশ শান্তির বার্তা দিয়েছে বিমানবন্দর ও পুলিশের জন্য।
প্রথম বিস্ফোরণটি ঘটেছে রাত ১০টা ২০ মিনিটে বিমানবন্দর গোলচত্বর আউটগোয়িং গেটের সামনে। এর কয়েক মুহূর্ত পর বিমানবন্দর ১ নম্বর সেক্টরে অবস্থিত জিনজিয়ান রেস্টুরেন্টের সামনেই দ্বিতীয় ককটেল বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনাগুলো বিমানবন্দরের সাধারণ যাত্রী ও কর্মীদের মধ্যে অস্থিরতা তৈরি করলেও কোনো প্রাণহানি বা গুরুতর আহতের খবর পাওয়া যায়নি।
বিমানবন্দর থানার তদন্ত কর্মকর্তা শেখ রফিকুল ইসলাম গণমাধ্যম”,কে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ককটেলগুলো ফ্লাইওভার থেকে নিক্ষেপ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে এবং বিস্ফোরণের পেছনের উদ্দেশ্য ও সম্ভাব্য পরিকল্পনা খতিয়ে দেখছে।
এ পর্যন্ত কোনো গ্রেপ্তার বা সন্দেহভাজন শনাক্ত হয়নি। নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপ হিসেবে বিমানবন্দরের নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে। পুলিশের তরফে বলা হয়েছে, যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
নির্বাহী কর্মকর্তারা জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন এবং প্রকাশ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন কোনো প্রমাণ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে নেওয়া হবে। বিমানবন্দরটি স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে, তবে নিরাপত্তা সংক্রান্ত সতর্কতা জারি থাকবে।
মন্তব্য