সব
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে নিহত আলম এশিয়া প্রাইভেট পরিবহনের বাসচালক জুলহাস উদ্দিনের পরিবারকে সমবেদনা জানিয়েছেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ কামরুল হাসান মিলন, আলম এশিয়া প্রাইভেট পরিবহন লিমিটেডের চেয়ারম্যান এসএম শাহজাহানসহ জামায়াতের অন্যান্য নেতারা।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ফুলবাড়ীয়া পৌরসভার ভালুকজান এলাকায় নিহত জুলহাস উদ্দিনের বাড়িতে গিয়ে তারা পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান। নেতৃবৃন্দ নিহতের মা ও স্ত্রীকে ধৈর্য ধারণ করার অনুরোধ জানান।
অধ্যক্ষ কামরুল হাসান মিলন ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে বলেন, জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান ভুক্তভোগী পরিবারের পাশে সার্বিকভাবে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি আরও বলেন, শান্তিপ্রিয় ফুলবাড়ীয়ায় এ ধরনের নৃত্যকাণ্ড জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। পাশাপাশি তিনি সংশ্লিষ্ট সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
আলম এশিয়া প্রাইভেট পরিবহন লিমিটেডের চেয়ারম্যান এসএম শাহজাহান নিহত পরিবারের প্রতি তাৎক্ষণিক আর্থিক সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, পরিবারে কেউ যোগ্য হলে তার প্রতিষ্ঠানে চাকরির ব্যবস্থাও করা হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ফজলুল হক শামীম, সেক্রেটারি ডাঃ আব্দুর রাজ্জাক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোহাম্মদ আব্দুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মন্তব্য