সব
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ঐতিহাসিক ৭নভেম্বন মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস২০২৫ উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে শুক্রবার বিকেলে স্থানীয় সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক প্রচার সম্পাদক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য মো. আব্দুল করিম সরকার। উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এবি ছিদ্দিক সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো.আশিকুল হক আশিক, বিএনপি নেতা সাইদুর রহমান মাস্টার।জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন র্যালিটি পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিন করে ভালুকজান বাজারে শেষ হয়েছে।মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস২০২৫ উদযাপন বর্ণাঢ্য র্যালিতে ফুলবাড়িয়া উপজেলার ১৩টি ইউনিয়ন১টি পৌরসভার বিপুল সংখ্যক নেতা কর্মী অংশ গ্রহন করেন।
জাতীয় বিপ্লবওসংহতি দিবস উদযাপন র্যালিতে অংশ গ্রহন করেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এবি ছিদ্দিক বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো.আশিকুল হক আশিক, বিএনপি নেতা সাইদুর রহমান মাস্টার, রফিকুল ইসলাম মাখন, জেলা যুবদলের সহ-সভাপতি আনার সাদাত আনার, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইমরুল কায়েস এলিছ,উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক রেজাউল করিম রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য সচিব কুদরতে কামাল উজ্জ্বল, পৌর যুবদলের সাধারণ সম্পাদক লুৎফুর কবির সালেক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন প্রমুখ নেতা কর্মীদের সাথে মিছিলে অংশ গ্রহন করেন। দেশ ও জাতিকে রক্ষার জন্য দেশ প্রেমিক ছাত্র-জনতা, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী সকল দল-মত-নির্বিশেষেএই দিন উদযাপন করছে।
উল্লেখ্য,১৯৭৫ সালে ৭ন়ভেম্বরএই দিনে সমগ্রজাতি যখন অনিশ্চয়তার সম্মুখীন, তখন সিপাহি-জনতার মিলিত বিপ্লব জাতীয় স্বাধীনতা ওসার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে দেশপ্রেমের এক অনন্য নজির সৃষ্টি করে।শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে এনে সিপাহি-জনতা তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে।
মন্তব্য