সব
ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্তে বিজিবি’র অভিযানে ১৩ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী,গরু ও মাদক জব্দ করেছে সীমান্তরক্ষী বিজিবি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলাধীন রঙ্গনপাড়া নামক স্থান,ধোবাউড়া উপজেলাধীন দিপুলিয়াপাড়া ও আমতলী নামক স্থান এবং শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাধীন রঙ্গনপাড়া ও পোড়াবাড়ী নামক স্থান,শ্রীবরর্দী উপজেলাধীন মাহিরাঙ্গাপাড়া নামক স্থান দিয়ে চোরাকারবারীরা অভিনব পন্থায় ভারতীয় জিলেট ব্লেড,মদ এবং গরু পাচারের চেষ্টা করে। বিজিবি’র টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ০৬ ও ০৭ নভেম্বরে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় জিলেট ব্লেড-১,০৫,৬০০ পিস,মদ-৬৮ বোতল ও গরু-০৬ টি আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদক এবং চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য ১৩,৭৫,৬০০/- (তেরো লক্ষ পঁচাত্তর হাজার ছয়শত) টাকা বলে জানান বিজিবি। মাদক নির্মূলে সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সীমান্তরক্ষী বিজিবি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে মাদক,চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানিয়েছেন।
মন্তব্য