সব
লগো, সংগৃহীত
আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সারাদেশে নতুন করে জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ ও পদায়ন নিয়ে ‘ফিটলিস্ট’ বৈঠক চলমান রয়েছে। যোগ্য কর্মকর্তাদের নিয়োগ দিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এই বৈঠক চলছে বলে জানা গেছে।
‘ফিটলিস্ট’ বৈঠক হলো- জেলা প্রশাসক (ডিসি) পদে নিয়োগের জন্য যোগ্য কর্মকর্তাদের তালিকা (ফিটলিস্ট) তৈরির উদ্দেশে অনুষ্ঠিত একটি সভা।
এই বৈঠকে যোগ্য কর্মকর্তাদের সাক্ষাৎকার নেওয়া হয়, তাদের যোগ্যতা মূল্যায়ন করা হয় এবং নতুন ডিসি নিয়োগের জন্য একটি চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়।
সূত্র জানিয়েছে, সংসদ নির্বাচনকে সামনে রেখে খুব শিগগিরই দেশের সব জেলায় নতুন ডিসি নিয়োগ দিতে যাচ্ছে সরকার। চলতি নভেম্বরের মধ্যেই সেই নিয়োগ চূড়ান্ত করা হবে। এরই মধ্যে নতুন ফিটলিস্ট তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, এবার ডিসি নিয়োগে কোনো ধরনের রাজনৈতিক সুবিধাভোগী বা বিতর্কিত কর্মকর্তাকে স্থান দেওয়া হবে না। কেউ ছলচাতুরি বা তথ্য গোপন করে ডিসি পদে নিয়োগ পেলে এবং পরে তা প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র জানিয়েছে, চলতি বছরের ১১ জানুয়ারি থেকে নতুন ফিটলিস্ট তৈরির কাজ শুরু করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর অংশ হিসেবে ছয় ধাপে বিসিএস প্রশাসন ক্যাডারের ২৫তম ও ২৭তম ব্যাচের ২৬৯ জন উপ-সচিবের সাক্ষাৎকার নেওয়া হয়। এর মধ্য থেকে অর্ধশতাধিক কর্মকর্তাকে ফিটলিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে ২৮তম ব্যাচের কর্মকর্তাদের মৌখিক পরীক্ষা চলছে।
জনপ্রশাসনের হিসাব অনুযায়ী, বর্তমানে ২৪তম ব্যাচের ২৬ জন, ২৫তম ব্যাচের ২৫ জন এবং ২৭তম ব্যাচের ১২ জন কর্মকর্তা ডিসির দায়িত্বে রয়েছেন। তবে ২৪তম ব্যাচের ২১ জন কর্মকর্তা গত ২০ মার্চ যুগ্ম-সচিব পদে পদোন্নতি পেলেও এখনো মাঠ প্রশাসন থেকে তাদের প্রত্যাহার করা সম্ভব হয়নি।
মন্তব্য