সব
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় শাহীন শিক্ষা পরিবারের এস.ই.এফ ফাউন্ডডেশন বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
ফুলবাড়িয়া উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনির ৮শ৩২জন শিক্ষার্থী শাহীন স্কুল ফুলবাড়ীয়া শাখায় অংশ গ্রহন করেছে।শনিবার শাহীন স্কুল ফুলবাড়িয়া শাখায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শাহীন শিক্ষা পরিবারের বাংলাদেশে ৩৪টি জেলায়১২৫ টি ক্যাম্পাসে অভিন্ন প্রশ্ন পত্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পর্যায়ে সমগ্র বাংলাদেশে ৪ বার ১ম স্থান অর্জনকারী শাহীন স্কুলটি মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন এঁর প্রতিষ্ঠিত শাহীন শিক্ষা পরিবারের একটি প্রতিষ্ঠান।৫ ম শ্রেণির বোর্ড বই থেকে বাংলা ২০,ইংরেজি ৪০ গণিত ৩০ বুদ্ধিমত্তা১০ নম্বর মোট১০০নম্বরের ২ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হয়।মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধা ভিত্তিতে ১ম পুরস্কার ল্যাপটপ,২য় পুরস্কার ট্যাব,৩য় পুরস্কার স্মার্ট ফোন পুরস্কার দেওয়া হবে।অন্যান্য ১ম থেকে ১০ ম স্থান পর্যন্ত ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী আকর্ষণীয় ক্রেস্ট, মূল্যবান সনদপত্র প্রতি মাসে ৭শ টাকা,১১তম থেকে ২৫ শিক্ষার্থী পাবে আকর্ষণীয় ক্রেস্ট,মূল্যবান সনদপত্র প্রতি মাসে ৫শ টাকা,২৬তম থেকে ৫০শিক্ষার্থী পাবে আকর্ষণীয় ক্রেস্ট,মূল্যবান সনদপত্র প্রদান করা হবে।
এছাড়াও শাহীন স্কুলে ভর্তি হলে শিক্ষার্থী পাবে ভর্তি সেশন ফি হতে সর্বোচ্চ শতকরা ৫০ভাগ পর্যন্ত ছাড় পাবে।শাহীন স্কুল ফুলবাড়ীয়া শাখার শাখা পরিচালক শাকিলুজ্জামান শাকিল বলেন, ফুলবাড়িয়া উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যয়ন শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য শাহীন শিক্ষা পরিবার এস.ই এফ ফাউন্ডডেশন প্রতি বছর বৃত্তি পরীক্ষা আয়োজন করে থাকে।এ বছর শাহীন স্কুল ফুলবাড়ীয়া শাখায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮শ ৩২জন শিক্ষার্থী অংশ গ্রহন করেছে।
মন্তব্য