সব
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় ঘোষিত তৃতীয় দিনের কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ময়মনসিংহ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর থানা যুবদলের আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম শহীদ নগরীর কাচারি ঘাটে ব্রহ্মপুত্র নদে মৎস্য পোনা অবমুক্ত করেন।
কর্মসূচিতে উপস্থিত থেকে মোঃ শহিদুল ইসলাম শহীদ বলেন, মাছে ভাতে বাঙালি এটি আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। দেশের মৎস্য সম্পদ রক্ষায় ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।
এই সময় আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদল ও সদর থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা। তারা বলেন, যুবদল শুধু রাজনৈতিক কর্মসূচিই নয়, সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রমেও সবসময় সক্রিয় ভূমিকা রাখতে বদ্ধপরিকর।
মৎস্য সম্পদ বৃদ্ধি ও স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা তৈরি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য বলে জানানো হয়।
মন্তব্য