সব
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ‘কৃষকরা এ দেশের খাদ্য নিরাপত্তার ফ্রন্টলাইনের যোদ্ধা। একদম সামনের কাতারের সৈনিক। তাদের বাদ রেখে দেশের খাদ্য নিরাপত্তা হবে না।’ সোমবার ২৭ অক্টোবর দুপুরে রাজশাহী সার্কিট হাউজে রাজশাহী বিভাগের খাদ্যবান্ধব কর্মসূচি ও আমন সংগ্রহ ২০২৫-২৫-এর প্রস্তুতিবিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
খাদ্য উপদেষ্টা বলেন, আগের বছরগুলোয় খাদ্যবান্ধব কর্মসূচি পাঁচ মাস করে হলেও এই অর্থবছর থেকে তা বাড়িয়ে ছয় মাস করা হয়েছে। কর্মসূচি এ বছর আগস্ট মাস থেকে শুরু হয়ে নভেম্বর পর্যন্ত এবং ২০২৬ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসেও চলমান
থাকবে। এ ছাড়া আগের ৫০ লাখ থেকে বাড়িয়ে এখন ৫৫ লাখ পরিবারকে কেজিপ্রতি মাত্র ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। জনসংখ্যা ও দারিদ্র্যসূচক বিবেচনা করে এ সংখ্যা নির্ধারণ করা হয়েছে।
মন্তব্য