সব
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর, খিলগাঁও, ঢাকায় বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্ট এর ট্রান্সপোর্ট সার্ভিস এর শুভ উদ্বোধন অনুষ্ঠান আজ ২৮ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
এসময় উপদেষ্টা বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আনসার সদস্যরা সবচেয়ে গরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে উপস্থিত সাংবাদিকদের জানান। এছাড়াও নির্বাচনে আনসার মোতায়েন নিয়ে সাংবাদিকদের করা নানা প্রশ্নের উত্তর দেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসিসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী, সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।
মন্তব্য