বিভিন্ন দেশে লোক পাঠানোর নামে একের পর এক প্রতারণা করে যাচ্ছে ময়মনসিংহ সদর উপজেলার ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়নের চর পুলিয়ামারী গ্রামের হাজী আব্দুল জলিলের ছেলে মোঃ বাবুল মিয়া। তার প্রতারণা ছোঁবলে নিঃস্ব হয়েছে একাধিক পরিবার।
এবিষয়ে সদর উপজেলার রাঘবপুর গ্রামের মাহমুদুল হাসান রাসেল ও নান্দাইল উপজেলার ভূঞাপাড়া গ্রামের ইদ্রিস আলী কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।
স্থানীয় একাধিক সুত্র জানায়, বিদেশে লোক পাঠানোর নামে বাবুলের প্রতারণা দিনদিন বেড়েই চলছে। তার কাঠের ফার্নিচারের একটি দোকান আছে, সেখানে দফায় দফায় সালিসি বৈঠক করলে টাকা ফেরৎ দেওয়ার আশ্বস্ত করলেও টাকা ফেরৎ দিচ্ছে না।
আরেকটি বিশ্বস্ত সুত্র জানিয়েছে, জাঁকজমক ফার্নিচারের দোকানটি দীর্ঘদিন ধরে চোরাই কাঠ দিয়ে পরিচালনা করে আসছে। হালুয়াঘাট ও মধুপুরের চোরাই কাঠের নিয়ন্ত্রণ তার হাতেই রয়েছে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শিবিরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, লিখিত দুইটি অভিযোগ পেয়েছি, তদন্তে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য