সব
শিক্ষকদের ন্যায্য আন্দোলনে পুলিশী হামলার ঘটনায় প্রতিবাদ জানাতে ময়মনসিংহে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ময়মনসিংহের প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
সমাবেশের সভাপতিত্ব করেন শিক্ষক নেতা মোতাহার হোসেন, এবং সঞ্চালনা করেন শিক্ষক নেতা গোলাম হক। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এই বিক্ষোভে অংশ নিয়ে তাদের বক্তব্য উপস্থাপন করেন এবং আন্দোলনকারীদের ওপর পুলিশের সহিংস হামলার ঘটনার তীব্র নিন্দা জানান।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষকদের অধিকার আদায়ে আমাদের সংগ্রাম চলবে। পুলিশী হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই সহিংসতা ক্ষমতাশীনদের গণতন্ত্রবিরোধী মানসিকতার প্রতিফলন।
এছাড়াও, বিভিন্ন শ্রেণী পেশার অভিভাবকগণও শিক্ষকদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন। বাংলাদেশ যুব ইউনিয়ন ময়মনসিংহ জেলা কমিটি এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ময়মনসিংহ জেলা সংসদও আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে সমাবেশে উপস্থিত ছিল। তারা সরকারের প্রতি আহ্বান জানায়, যেন শিক্ষকদের দাবি মেনে নিয়ে একটি সুষ্ঠু শিক্ষা পরিবেশ প্রতিষ্ঠা করা হয়।
সমাবেশে বক্তারা আরো বলেন, আমরা দাবি করছি, হামলাকারী দায়ী ব্যক্তিদের বিচার এবং শিক্ষকদের দাবি মেনে নিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হোক।
এমনকি, শিক্ষার্থীদের মধ্যে থেকে অনেকেই নিজেদের ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষকদের অবমাননা আমাদের কাছে মেনে নেওয়া সম্ভব নয়। শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
মন্তব্য