সব
মাদক, চোর, ছিনতাই, ইভটিজিং এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার উদ্দেশ্যে ময়মনসিংহ সদর উপজেলার ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়নের রাজগঞ্জ সাহেব কাচারি বাজারে বিট পুলিশিং সভা করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও নোমান ইবনে লতিফের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জনসচেতনতা মূলক বক্তব্য রাখেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শীবিরুল ইসলাম।
সভায় স্বাগত বক্তব্য রাখেন কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: সাইফুল ইসলাম।
এ সময় দৈনিক নতুন সময় পত্রিকার ময়মনসিংহ ব্যুরো চিফ মো: মাইন উদ্দিন উজ্জ্বল, যুবদল নেতা মহসিন আলম, আব্দুল কাদির,মাসুদ প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়াও কোতোয়ালী মডেল থানার এএসআই হুমায়ূন কবির, মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রাসেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য