ঢাকা রাত ৪:৫৪, শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
ময়মনসিংহ সদর উপজেলায় মেধা অন্বেষণ প্রতিযোগিতার পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন ডিসি ই-জিপি দরপত্রে কারজাসির অভিযোগ জাতিসংঘে আ.লীগের চিঠি, যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্টে বড় জয় পেলো কিশোরগঞ্জ দল শেরপুর সীমান্তে বিজিবি’র অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ কৃষি কর্মকর্তাকে মারধর করে ভাইরাল সেই ছাত্রদল নেতা বহিষ্কার গাজীপুরের শ্রীপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র সহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার শেরপুরে প্রণোদনার ভাগ না পেয়ে নকলা উপজেলা কৃষি কর্মকর্তাকে পেটালেন ছাত্রদল নেতা! সরকারি বাসায় না থাকা কর্মকর্তাদের অনলাইনে ‘না-দাবি সনদ’ সেবা চালু চট্টগ্রামে বিএনপি নেতার গণসংযোগে গুলি: অন্তবর্তী সরকারের নিন্দা টুরিস্ট পুলিশ গাজীপুর জোনের অভিযানে সাত মামলার আসামি রুবেল গ্রেপ্তার; মোবাইল উদ্ধার গ্রাহকের অর্থ আত্মসাৎ, জনতা ব্যাংক শাখা ব্যবস্থাপকের নামে দুদকের মামলা এলএসটিডি প্রকল্পের আওতায় ময়মনসিংহে কৃষকদের মাঝে বীজধান সংরক্ষণের পাত্র বিতরণ নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা ফিরবে, আইনশৃঙ্খলা স্বাভাবিক হবে : সেনাসদর ডাকাতি প্রস্তুতিকালে তিন ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‍্যাব – ১৪ আইনশৃঙ্খলার দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হচ্ছে অর্ধেক সেনা সদস্য সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭৪৮ ফেসবুকে ভিউ বাড়াতে রামদা হাতে শিক্ষক, আগে অনিয়ম ও মাদকাসক্তির অভিযোগে ছিলেন বরখাস্ত বাংলাদেশে আহলে হাদীস কেন্দ্রীয় তাবলীগী ইজতেমা শুরু রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ০৭ (সাত) নেতাকর্মী গ্রেফতার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার ঝিনাইগাতীতে ২৭১০ কৃষকের মাঝে সরকারি প্রণোদনার বীজ ও সার বিতরণ ৪৮ হাজার পুলিশ সদস্যের নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন : পুলিশ হেডকোয়ার্টার্স শেরপুরের ঝিনাইগাতীতে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার’স কর্মশালা মেট্রোরেলের নকশায় ত্রুটি থাকতে পারে: ডিএমটিসিএল পরিচালক বেগম খালেদা জিয়াসহ যে ১০ নারী প্রার্থী সংসদীয় আসনের মনোনয়নের তালিকায় রয়েছেন যে কারণে ৬৩ আসন খালি রেখে ২৩৭ আসনের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি বিএনপি’র প্রভাবশালী যাদের নাম প্রার্থী তালিকায় নাম বাদ পড়েছে প্রেস ক্লাবে সাংবাদিকের সঙ্গে অসদাচরণে বিএফইউজে ও ডিইউজের উদ্বেগ ধানের শীষের প্রার্থীদের তালিকা ঘোষণা করল বিএনপি

ডাকসুতে বিস্ময়কর ফল

শিবিরের ভূমিধস বিজয়, কারচুপির অভিযোগ ছাত্রদলসহ অন্যদের

নিজস্ব প্রতিবেদক।। আপডেটঃ বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২:৩৩ অপরাহ্ণ 206 বার পড়া হয়েছে

অনিশ্চয়তা, শঙ্কা দূর করে অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন।

গতকাল দিনভর উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়। যদিও ভোটের পর উত্তাল হয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। মধ্যরাতে একে একে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের ফলাফল ঘোষণা করা হয়।

এতে গুরুত্বপূর্ণ তিনটি পদ সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদকের (এজিএস) পদে ব্যাপক ব্যবধানে এগিয়ে যান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রার্থী যথাক্রমে সাদিক কায়েম, এস এম ফরহাদ ও মহিউদ্দীন খান।

মধ্যরাতে ফল প্রকাশের মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করেন। তাঁরা অনবরত ‘সাদিক কায়েম, ফরহাদ, নারায়ে তাকবির আল্লাহু আকবর’ স্লোগান দিতে থাকেন। অন্যদিকে ছাত্রদল-সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘পরিকল্পিত কারচুপির ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।

ছাত্রদলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম বলেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন এটিই তাঁদের রায়, তবে এই রায়কে আমি সম্মান জানাই। আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষমাণ।

রাত আড়াইটায় প্রাপ্ত ফলাফল অনুসারে, অমর একুশে হলে ডাকসুর ভিপি পদে সাদিক কায়েম ৬৪৪, আবিদ ১৪১, জিএস পদে ফরহাদ ৪৬৬, বাকের ১৮৭, হামিম ১৮০ এবং এজিএস পদে মহিউদ্দীন ৫২১, মায়েদ ১৪১, মুদ্দাসসির ১০১ ভোট পেয়েছেন।

সুফিয়া কামাল হলে সাদিক কায়েম ১২৭০, আবিদ ৪২৩, উমামা ৫৪৭, জিএস পদে ফরহাদ ৯৬৪, মেঘ মল্লার ৫০৭, হামিম ৪০২, এজিএস পদে মহিউদ্দীন ১১৩৫, মায়েদ ৩৯৭ ভোট পেয়েছেন।

ফজলুল হক মুসলিম হলে ভিপি পদে সাদিক কায়েম ৮৪১, আবিদুল ১৮১, জিএস পদে হামিম ২২৮, ফরহাদ ৪৮৯, বাকের ৩৪৫, এজিএস পদে মহিউদ্দীন ৭০৫ ভোট পেয়েছেন।

জসীমউদ্দিন হলে ভিপি পদে সাদিক ১২০০, আবিদ ৪০০। শহীদুল্লাহ হলে ভিপি পদে সাদিক ৯৬৬, আবিদ ১৯৯, উমামা ১৪০, আবদুল কাদের ৫৬, জামাল ২৬ ভোট পেয়েছেন।

জিয়া হলে সাদিক কায়েম ৮৪১, আবিদুল ১৮১, আবদুল কাদের ৪৭, উমামা ১৫৩ ভোট পেয়েছেন। অন্যান্য হলে ভোট গণনা চলছিল।

এর আগে ভোট গণনা শুরু হওয়ার পর সন্ধ্যা থেকে ভোট কারচুপির অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। রাত হওয়ার পর ধীরে ধীরে বিক্ষোভের মাত্রা বাড়তে থাকে। সন্ধ্যার পর ক্যাম্পাসের পরিস্থিতি ছিল থমথমে। ক্যাম্পাসের আশপাশের এলাকায় যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে গতকাল বিকাল থেকে ক্যাম্পাস এলাকায় জড়ো হতে থাকেন জামায়াত-শিবির, বিএনপিসহ এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

এ অবস্থায় ক্যাম্পাস এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।সন্ধ্যার পর থেকে নীলক্ষেত এলাকায় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা অবস্থান নেন।

এ ছাড়া শাহবাগ মোড়, টিএসসি ও দোয়েল চত্বর এলাকায় দুই দলের নেতা-কর্মীদের অবস্থান নিতে দেখা গেছে। এসব এলাকায় নেতা-কর্মীরা অবস্থান নেওয়ায় ক্যাম্পাস এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি থমথমে।

রাত ৮টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, ফলাফল ঘিরে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

তিনি বলেন, সন্ধ্যার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে। এ ছাড়া সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা।

এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটারের ৭৮ দশমিক ৩৩ শতাংশ ভোটাধিকার প্রয়োগ করেন। ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ চলে। ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে কোনো প্রকার বিধিনিষেধ ছাড়াই তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন, বিজয়ী করেছেন ছাত্র সংসদে তাঁদের প্রতিনিধি। এই প্রতিনিধিরাই আগামী এক বছর শিক্ষার্থীদের পক্ষে কথা বলবেন।

ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে গতকাল সকাল থেকেই প্রাণবন্ত হয়ে উঠেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। নির্বাচনের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারা সাংবাদিকদের জানান, ইতোপূর্বে অন্য কোনো ডাকসু নির্বাচনে ছাত্রছাত্রীদের এতটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়নি।

বিকাল ৪টায় ভোট শেষ হওয়ার পর শুরু হয় গণনা। বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের বাইরে স্থাপিত বড় এলইডি স্ক্রিনে সরাসরি ভোট গণনা প্রদর্শন করা হয়। প্রথমবারের মতো ভোট গণনা সরাসরি দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সাধারণ শিক্ষার্থীরাও। গতকাল রাত সাড়ে আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভোট গণনা চলছিল।

গতকাল ক্যাম্পাসে সরেজমিনে দেখা গেছে, সকালে ভোট শুরু হওয়ার আগেই ছাত্রছাত্রীরা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে যান। একে একে প্রবেশ করেন বুথের ভিতরে। মোট ছয়টি ব্যালটে ভোট দেওয়ার জন্য ভোটার ছাত্রছাত্রীরা পেয়েছেন আট মিনিট সময়। ভোট শেষ করে সহাস্যেই বের হন তাঁরা। দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ছাত্রছাত্রীরা। আবাসিক শিক্ষার্থীদের পাশাপাশি সমানতালে ভোট উৎসবে অংশ নেন অনাবাসিক শিক্ষার্থীরাও। পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদেরও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

ডাকসু নির্বাচনে কার্জন হল কেন্দ্রে ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল, ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা ভোট দেন। একইভাবে শারীরিক শিক্ষা কেন্দ্রে জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হল; ছাত্র-শিক্ষক কেন্দ্রে রোকেয়া হল, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল; সিনেট ভবন কেন্দ্রে স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মুহসীন হল, বিজয় একাত্তর হল; উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সূর্য সেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল, কবি জসীমউদদীন হল; ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে কবি সুফিয়া কামাল হল এবং ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র শামসুন নাহার হলের শিক্ষার্থীরা ভোট দেন। কার্জন হল কেন্দ্রে সকাল ৮টায় প্রথম ভোট দেন ভূতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আবদুল আলিম। পছন্দের প্রার্থীকে ভোটদান শেষে ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

ভোট গ্রহণ শেষে বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান সাংবাদিকদের জানান, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠুভাবে নির্বাচন শেষ হয়েছে। নির্বাচনে স্বচ্ছতার কোনো ঘাটতি ছিল না।

বিকালে নির্বাচন কমিশন জানায়, ডাকসু নির্বাচনে ৭৮ দশমিক ৩৩ শতাংশ শিক্ষার্থী তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ৮০.২৪ শতাংশ, অমর একুশে হলে ৮৩.৩০ শতাংশ, ফজলুল হক মুসলিম হলে ৮১.৪৩ শতাংশ, জগন্নাথ হলে ৮২.৪৪ শতাংশ, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ৮৪.৫৬ শতাংশ, সলিমুল্লাহ মুসলিম হলে ৮৩ শতাংশ, রোকেয়া হলে ৬৫.৫০ শতাংশ, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ৬৮.৩৯ শতাংশ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ৬৭.০৮ শতাংশ, স্যার এ এফ রহমান হলে ৮২.৫০ শতাংশ, হাজী মুহম্মদ মুহসীন হলে ৮৩.৩৭ শতাংশ, বিজয় একাত্তর হলে ৮৫.০২ শতাংশ, সূর্য সেন হলে ৮৮ শতাংশ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৭৫ শতাংশ, শেখ মুজিবুর রহমান হলে ৮৭ শতাংশ, কবি জসীমউদ্দীন হলে ৮৬ শতাংশ, কবি সুফিয়া কামাল হলে ৬৪ শতাংশ ও শামসুন নাহার হলে ভোট পড়েছে ৬৩.৬৭ শতাংশ।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রুটের বাসগুলো অনাবাসিক শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে আসতে থাকে। সকালের দিকে ভোট কেন্দ্রে বেশি দেখা যায় অনাবাসিক শিক্ষার্থীদের। সকাল ১০টার পর থেকে আবাসিক শিক্ষার্থীদের উপস্থিতি বাড়তে থাকে। এ সময় কেন্দ্রগুলোতে প্রার্থীদের নিয়ম না মেনে ভোটারদের লাইনে প্রচারণা করতেও দেখা যায়।

নির্বাচনের আচরণবিধি অনুযায়ী কোনো প্রার্থী বা তাঁর পক্ষে অন্য কোনো ভোটার নির্বাচনের দিন ভোটার স্লিপ প্রদান করতে পারবেন। তবে ভোট কেন্দ্রের বুথের ১০০ মিটারের মধ্যে ভোটার স্লিপ বিতরণ করা যাবে না। নির্বাচন চলাকালীন এই বিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে বিভিন্ন ছাত্রসংগঠন ও স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ থেকে। ভোটারদের লাইনে গিয়েও কোনো কোনো প্রার্থীকে ভোট চাইতে দেখা গেছে। কমিশনের এমন নির্দেশনা উপেক্ষা করে এদিন সকাল থেকে প্রায় প্রতিটি হলের সামনে অবস্থান নিয়ে প্রচারণা করতে দেখা যায় অনেক প্রার্থীকে। তবে এসব বিষয়ে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি নির্বাচন কমিশনকে।

ছাত্রদল ও ছাত্রশিবিরের প্রার্থীরা পাল্টাপাল্টি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্যানেলের প্রার্থীরা সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ইউল্যাব কেন্দ্র থেকে তাঁদের এজেন্ট বের করে দেওয়া হয়েছে।

ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে এক ভোটারকে দেওয়া ব্যালটে আগে থেকেই ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম ও জিএস প্রার্থী এস এম ফরহাদের নামের পাশে ‘ক্রস দেওয়া ব্যালট’ সরবরাহের অভিযোগ আনেন উমামা ফাতেমার প্যানেলের প্রার্থী রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা।

তবে এ বিষয়ে কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা ড. নাসরিন সুলতানা বলেন, ব্যালট পেপার নিয়ে বুথের ভিতরে ঢোকার পর এমন অভিযোগ করার সুযোগ নেই। তিনি আরও বলেন, ‘অভিযোগ পেয়ে আমরা সবগুলো ব্যালট পেপার চেক করেছি। কোথাও এমন সমস্যা পাইনি। ’

সন্ধ্যায় মধুর ক্যানটিনের সামনে সংবাদ সম্মেলন করে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান নির্বাচনে কারচুপির অভিযোগ আনেন।

তিনি বলেন, ‘আমরা যখন বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়েছি, আমাদের এতিমের মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে, ঢুকতে দেওয়া হয়নি, আমাদের সময় নষ্ট করা হয়েছে। অমর একুশে হলে গিয়েছি, সেখানে কারচুপির প্রমাণ পেয়েছি। রোকেয়া হলেও কারচুপি হয়েছে। ’ এটা কোনোভাবেই আশা করিনি। ছাত্রদলের পোলিং এজেন্টদেরও কেন্দ্রে ঢুকতে বাধা প্রদান করা হয় বলে জানান আবিদ।

এদিকে ভোট শেষ হওয়ার পর বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে ভিসির বাসভবনে সাক্ষাৎ করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। এ সময় উপাচার্যের কাছে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শঙ্কা প্রকাশ করেন ছাত্রদল নেতারা। পরে উপাচার্য সাংবাদিকদের বলেন, ‘যে কোনো অংশীজনের মতামতকে আমরা সম্মান করি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত নয়। ’

এদিকে সন্ধ্যা ৭টার দিকে ছাত্রদল-সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের নেতৃত্বে একটি মিছিল বের করা হয় টিএসসির সামনে থেকে। এ মিছিল থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা ভোট চুরির অভিযোগ আনেন। তাঁরা স্লোগান দেন, ভোট চোর ভোট চোর ছাত্রশিবির ভোট চোর, ভোট চোর ভোট চোর প্রশাসন ভোট চোর। নির্বাচনে লক্ষ করা গেছে, বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনাও। কার্জন হল কেন্দ্রে অমর একুশে হলের এক ভোটারকে পূর্বেই পূরণ করা ব্যালট পেপার দেওয়ার অভিযোগে জিয়াউর রহমান চৌধুরী নামে এক পোলিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী ছিলেন ৪৫ জন। এ ছাড়া সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

প্রতি বছর ডাকসু নির্বাচন হওয়ার কথা থাকলেও এর আগে ২০১৯ সালে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল দীর্ঘ ২৮ বছর পর।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ সদর উপজেলায় মেধা অন্বেষণ প্রতিযোগিতার পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন ডিসি ই-জিপি দরপত্রে কারজাসির অভিযোগ জাতিসংঘে আ.লীগের চিঠি, যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্টে বড় জয় পেলো কিশোরগঞ্জ দল শেরপুর সীমান্তে বিজিবি’র অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ কৃষি কর্মকর্তাকে মারধর করে ভাইরাল সেই ছাত্রদল নেতা বহিষ্কার গাজীপুরের শ্রীপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র সহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার শেরপুরে প্রণোদনার ভাগ না পেয়ে নকলা উপজেলা কৃষি কর্মকর্তাকে পেটালেন ছাত্রদল নেতা! সরকারি বাসায় না থাকা কর্মকর্তাদের অনলাইনে ‘না-দাবি সনদ’ সেবা চালু চট্টগ্রামে বিএনপি নেতার গণসংযোগে গুলি: অন্তবর্তী সরকারের নিন্দা টুরিস্ট পুলিশ গাজীপুর জোনের অভিযানে সাত মামলার আসামি রুবেল গ্রেপ্তার; মোবাইল উদ্ধার গ্রাহকের অর্থ আত্মসাৎ, জনতা ব্যাংক শাখা ব্যবস্থাপকের নামে দুদকের মামলা এলএসটিডি প্রকল্পের আওতায় ময়মনসিংহে কৃষকদের মাঝে বীজধান সংরক্ষণের পাত্র বিতরণ নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা ফিরবে, আইনশৃঙ্খলা স্বাভাবিক হবে : সেনাসদর ডাকাতি প্রস্তুতিকালে তিন ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‍্যাব – ১৪ আইনশৃঙ্খলার দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হচ্ছে অর্ধেক সেনা সদস্য সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭৪৮ ফেসবুকে ভিউ বাড়াতে রামদা হাতে শিক্ষক, আগে অনিয়ম ও মাদকাসক্তির অভিযোগে ছিলেন বরখাস্ত বাংলাদেশে আহলে হাদীস কেন্দ্রীয় তাবলীগী ইজতেমা শুরু রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ০৭ (সাত) নেতাকর্মী গ্রেফতার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার ঝিনাইগাতীতে ২৭১০ কৃষকের মাঝে সরকারি প্রণোদনার বীজ ও সার বিতরণ ৪৮ হাজার পুলিশ সদস্যের নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন : পুলিশ হেডকোয়ার্টার্স শেরপুরের ঝিনাইগাতীতে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার’স কর্মশালা মেট্রোরেলের নকশায় ত্রুটি থাকতে পারে: ডিএমটিসিএল পরিচালক বেগম খালেদা জিয়াসহ যে ১০ নারী প্রার্থী সংসদীয় আসনের মনোনয়নের তালিকায় রয়েছেন যে কারণে ৬৩ আসন খালি রেখে ২৩৭ আসনের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি বিএনপি’র প্রভাবশালী যাদের নাম প্রার্থী তালিকায় নাম বাদ পড়েছে প্রেস ক্লাবে সাংবাদিকের সঙ্গে অসদাচরণে বিএফইউজে ও ডিইউজের উদ্বেগ ধানের শীষের প্রার্থীদের তালিকা ঘোষণা করল বিএনপি