সব
ময়মনসিংহ সদর উপজেলার ৪ নং পরানগঞ্জ ইউনিয়নের মৃতঃ উছিম উদ্দিনের পুত্র মোঃ আজাদ মিয়ার প্রতারণা কোনো মতেই থামছে না। তার প্রতারণার ধারাবাহিকতায় একাধিক পরিবার হয়রানির শিকার হচ্ছে। তার প্রতারণার ছোবলে নিঃস্ব পরিবারগুলো প্রশাসনের ধারস্থ হয়েও পাচ্ছে না ন্যায় বিচার।
সম্প্রতি একটি লড়ি গাড়ির একই বডি বার বার বিভিন্ন জনের কাছে বিক্রি করে প্রতারণা করছেন। এরই জের ধরে ব্যাপক উত্তেজনা পরিবেশের সৃষ্টি হয়েছে। যেকোনো সময় ঘটতে পারে অপ্রীতিকর ঘটনা।
এ বিষয়ে ভুক্তভোগী মোঃ জুলহাস উদ্দিন জানান, ‘আমি লড়ি গাড়ীর পিছনের বডি অংশটুকু ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা দিয়ে ক্রয় করি। পরবর্তীতে ০৫/০৭/২০২৫ইং তারিখ আমাকে আজাদ মুঠোফোনে বলে তার এক গাড়ী বালু লাগবে। পরবর্তীতে আমার লড়ি গাড়ীর ড্রাইভার একলাছ মিয়া এক গাড়ী বালু নিয়ে যায়। বালু ফালানো শেষ করে আসার উদ্দেশ্যে রওনা দিলে আজাদ আমার গাড়ীর ড্রাইভারকে বলে গাড়ীর পিছনের অংশটুকু রাখিয়া যাও। ড্রাইভার তার কথা না শুনায় আজাদ তার লোকবল নিয়ে জোরপূর্বক গাড়ির বডির পিছনের অংশটুকু রেখে দেয় এবং ড্রাইভারকে মারধর করে।’
তিনি আরো জানান, ‘এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে তিনবার সালিশি বৈঠক করেও কোনো সুরাহা হয়নি। পরবর্তীতে আমি কোতোয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।’
অভিযুক্ত প্রতারক মো: আজাদ মিয়ার মুঠোফোনে কল করে বার বার যোগাযোগের চেষ্টা করলে তিনি কল রিসিভ করেননি। এমনকি তার বাড়িতে গেলে তার স্ত্রী জানিয়েছেন, সে বাড়িতে নেই।
অভিযোগটি আমলে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন থানা পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিবিরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য