সব
ময়মনসিংহেরফুলবাড়ীয়ায় পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর বীমা দাবী চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা সমন্বয়কারী ও কো- অর্ডিনেটরগনের অংশ গ্রহনে ২৩ আগষ্ট স্থানীয় কুটুমবাড়ি কনভেশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ীয়া সার্ভিস সেলের ডিজিএম ও উন্নয়ন ইনচার্জ মো.তারিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর উধ্বর্তন উপ-ব্যবস্থাপনা পরিচালক উন্নয়ন ও প্রশাসন অফিসার নওশের আলী নাঈম,বিশেষ অতিথির বক্তব্যে রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর ময়মনসিংহের জিএম ও উন্নয়ন আহসান উল্লাহ রুবেল।
ফুলবাড়ীয়া সেলের সমন্বয়কারী সারোয়ার হোসেন,মিরাজ আলী,সুজন সরকার, মিজান,তাহমিদা,বক্তব্যে রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর উধ্বর্তন উপ-ব্যবস্থাপনা পরিচালক উন্নয়ন ও প্রশাসন কর্মকর্তা নওশের আলী নাঈম বলেন,পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর ফুলবাড়ীয়া সার্ভিস একটি মডেল সার্ভিস সেল হবে।আজ থেকে নতুন উদ্দ্যেমে কাজ করবেন বলে আশা রাখি।
তৃণমূল পর্যায়ে গ্রাহদেরকে নিয়মিত প্রিমিয়ার জমা দিতে উৎসাহ দিবেন।
কক্সবাজার আয়োজিত অনুষ্ঠানে টার্গেট অর্জন কারী মধ্যে ফুলবাড়ীয়া সার্ভিস সেল ১ম স্থান অর্জন করছে। এই অর্জন ধারাবাহিকতা রাখতে হবে। ফুলবাড়ীয়া সার্ভিস সেলের ডিজিএম ওউন্নয়ন ইনচার্জ মো. তারিকুল ইসলাম বলেন, ফুলবাড়ীয়া সার্ভিস সেলের অর্জন এটা আমার ব্যাক্তিগত অর্জন না আমাদের সবার, আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করি যাতে আমাদের সার্ভিস সেলের সুনাম সবার মূখে থাকে। অনুষ্ঠানে পরিচালনা করেনপপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর ফুলবাড়ীয়া সার্ভিস সেলের কো- অডিনেটর মো.দেলোয়ার হোসেন।
মন্তব্য