সব
আন্দোলন-সংগ্রাম-সাফল্যের গৌরবোজ্জ্বল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজারো নেতাকর্মীর ঢল নামে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১২টায় ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের ব্যানারে বিভিন্ন উপজেলা থেকে পৌর ও উপজেলাসহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগরীর টাউনহল মাঠে এসে হাজির হন।
এসময় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় যোগ দেন ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রুকনুজ্জামান সরকার রুকন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল আমিন খসরু, সদস্য সচিব সোহেল খানসহ জেলা বিএনপির সিনিয়র নেতাকর্মীরা।
নেতাকর্মীরা জানান, দেশ ও জনগণের সেবায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলটি প্রতিষ্ঠা করা হলেও দেশের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে যেকোনো গনতান্ত্রিক আন্দোলনে সবসময় সোচ্চার ও আন্দোলনমুখী থেকেছে দলটি।
আগামীর বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে সব ষড়যন্ত্র রুখে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে তৃণমুল নেতাকর্মীরা কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন।
এরপর বেলুন এবং পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধনের মধ্য দিয়ে ফেস্টুন-প্ল্যাকার্ড হাতে নিয়ে নেতাকর্মীরা একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়।
অপরদিকে মহানগর সেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুল ইসলাম ফয়সাল ও সদস্য সচিব জিএস মাহবুবুর রহমান এর নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আশরাফুল আরেফিন যুবরাজ, মহসিন মুরাদ, সামিউল আলম শাওন, কামরুজ্জামান মাসুম, হাবিবুর রহমান হাবিব, সামী পাটুয়ারী জনি, শরীফুল আলম শুভ, উত্তর থানা আহবায়ক বাপ্পি মজুমদার, পুর্ব থানা আহবায়ক সাইফুল ইসলাম জুয়েলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মিছিলে অংশগ্রহণ করেন।
মন্তব্য