সব
ময়মনসিংহ জেলা আইন শৃঙ্খলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা রবিবার (১৩ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম।
সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ আব্দুল্লাহ আল মামুন, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, চুরি-ডাকাতি দমন এবং জনসাধারণের নিরাপত্তা জোরদারসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টায় ময়মনসিংহকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তুলতে হবে।”
মন্তব্য