সব
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শরীরের বিভিন্ন স্থানে গুলি নিয়ে মৃত্যুর যন্ত্রণা নিয়ে বেঁচে আছেন বিল্লাল হোসেন। দেশের এই মহা সংকটের সময় ছাত্র জনতার পাশে দাঁড়িয়ে ছিলেন এই তরুণ।
তাঁর শরীর থেকে গুলি বের করলেও এখনও শরীরের বিভিন্ন জায়গায় ফুসফুসের পাশে রয়েছে আরও ২ শতাধিক গুলি।
বিল্লাল হোসেন বলেন, আমার শরীরে ২ শতাদিক রাবার বুলেটে আহত হয়ে চিকিৎসা নিলেও এখনো শরীরে অনেক বুলেট রয়েছে যা বের করা সম্ভব হয়নি। মৃত্যু যন্ত্রণা কত যে কঠিন তা আমি তিলে তিলে অনুভব করছি। কষ্ট আমার একটাই যাদের নির্দেশে আমাদের উপর হামলা হলো আমি গুলিবিদ্ধ হলাম, তাদেরকে দেখিয়ে দিলেও পুলিশ আটক করছে না।
আসামি গ্রেফতারে গড়িমসি করছে পুলিশ। এসময় ছাত্র জনতার মিছিলে হামলার নেতৃত্ব ও নির্দেশ দাতাদের দ্রুত গ্রেফতারের দাবি জানান আন্দোলনে গুলিতে আহত বিল্লাল হোসেন । আটক করলেও ছেড়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে।
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে হওয়া একাধিক মামলার আসামি ছাত্র আন্দোলনে হামলার নির্দেশদাতারা বিভিন্ন সময় দলীয় নেতা কর্মীদের সাথে উপস্থিত হয়ে বৈঠক করছেন, এমনকি মাসিক আইন শৃঙ্খলা সভায়ও উপস্থিত থেকে বক্তব্য দিয়েছেন। তবে এ ঘটনার কিছুই জানা নেই বলে দাবি পুলিশের।
জানা যায়, আওয়ামী লীগের সংসদ সদস্য এডভোকেট মোসলেম উদ্দীনের মেয়ে ফারজানা শারমিন বিউটি ও ছেলের বউ বিলকিস খানম পাপড়ি ।
বিউটি ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজের প্রভাষক। তিনি উপজেলা মহিলা লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য। তার সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
পাপড়ি ওই কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক। এছাড়াও জেলা যুব মহিলা লীগের সভাপতি হিসেবে দায়িত্বে আছেন। দুজনের বিরুদ্ধে অভিযোগ হাসিনা সরকার পতনের আগে নিয়মিত কলেজে আসতেন না। কিন্তু বিগত সময়ে নিয়মিত কলেজে আসছেন। তারা ক্লাস না নিয়ে দলীয় কর্মীদের সুসংগঠিত করছেন।
ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র সরদার বলেন, এখন নিয়মিত বোরকা পড়ে কলেজে আসে, আগে নিয়মিত আসতো না। আমি এ বিষয়ে এতকিছু জানিনা, আপনার কিছু জানার থাকলে কমিটিকে জিজ্ঞাস করতে পারেন।
উপজেলা আ:লীগের সভাপতি ইমদাদুল হক সেলিম তার বেড়িফাই ফেসবুক আইডিতে উস্কানিমূলক বিভিন্ন পোস্ট দিয়ে দলীয় নেতা কর্মীদের উষ্কে দিচ্ছে।
উপজেলার এনায়েতপুর ইউনিয়ন আ:লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান বুলবুল হোসেন, ভবানীপুর ইউনিয়নের আ:লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান জবান আলী, রাধাকানাই ইউপি চেয়ারম্যান উপজেলা আ:লীগের সিনিয়র সদস্য শিমুল তরফদার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামী হয়ে ইউনিয়ন পরিষদের বহাল তবিয়তে দায়িত্বে পালন করছেন চেয়ারম্যানগণ। এদের মাঝে এনায়েতপুর ইউপি চেয়ারম্যান বুলবুল হোসেন এর পিতার নাম মামলার এজাহারে সঠিক থাকলে এফআইআরএ পিতার নাম পরিবর্তন করে থানা পুলিশ। পুলিশ বলছে মামলা করার সময় যে অফিসার ছিলেন হয়তবা তারা এফআরআইএ এই ভুল করেছেন। তবে এখানে কয়েকজন ইউপি চেয়ারম্যান হাইকোর্ট থেকে জামিনেে আছে।
এ ঘটনার পর থেকে মামলার আসামি আটকে পুলিশের ভূমিকা নিয়ে সামাজিক মাধ্যম তোলপাড় সৃষ্টি হয়েছে।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ রুকনুজ্জামান বলেন, আমি এই বিষয়ে আমার উর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলবো। কমিটিতে তাদের নাম আছে এমন তালিকা লাগবে।
পুলিশ সুপার ময়মনসিংহ কাজী আখতার উল আলম বলেন, তারা আসামী না হলেও যদি নির্দেশদাদা হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আমি ওসির সাথে কথা বলছি।
মন্তব্য