সব
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবীতে শেরপুরের ঝিনাইগাতী সদর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে র্যালী,মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে স্থানীয় মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় ও আলোচনা সভার আগে ঝিনাইগাতী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল মান্নানের নেতৃত্বে একটি বিশাল র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব মো.সেকান্দর আলীর সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল মান্নান।
তিনি স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের বিগত সাড়ে ষোল বছরের দমন,নিপিড়ন গুম, হামলা ও গায়েবী মামলার নানা হৃদয়বিদারক ঘটনার কথা উল্লেখ করে বক্তব্য রাখেন। তারেক জিয়ার ঘোষিত ৩১ দফা দাবী বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের আহবান করেন। সেইসাথে তিনি উপজেলা বিএনপি’র আসন্ন কমিটিতে সদস্য সচিব/পদপ্রার্থী হিসেবে উপস্থিত বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের কাছে সহযোগিতা কামনা করেন।আলোচনা সভায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
মন্তব্য