সব
জাতীয় পার্টির মহাসচিব কাজী মোঃ মামুনূর রশিদ বলেছেন খন্ড খন্ড হয়ে পল্লীবন্ধু এরশাদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করা যাবেনা। বারবার বিভক্তির মাধ্যমে সংগঠনের অস্তিত্ব সংকট তৈরি হয়েছে। স্বৈরাচারী মনোভাব, ব্যক্তি স্বার্থ ও একগুয়েমির কারণে দল বারবার বিভক্ত হচ্ছে।
আজ মঙ্গলবার এক বিবৃতিতে জাতীয় পার্টির মহাসচিব কাজী মোঃ মামুনূর রশিদ একথা বলেন।
বিবৃতিতে কাজী মামুন বলেন দলের নেতৃত্ব সংকট তৈরি হয়েছে আজ। এর থেকে পরিত্রানের উপায় বের করতে হবে আমাদের। সকল পক্ষকে এক টেবিলে বসে জাতীয় পার্টি কে নতুন করে সংগঠিত করতে হবে। আমরা আমাদের ঐতিহ্য ও সংগ্রামের ইতিহাস ভুলে গিয়েছি। আমরা ব্যক্তি স্বার্থের জন্য আদর্শ থেকে বিচ্যুত হচ্ছি। কিন্তু দলকে ঐক্যবদ্ধ ও সংগঠিত করার জন্য যে ব্যাক্তির অগ্রনী ভূমিকা পালন করা উচিত তিনি তা করছেন না, বরং তার কার্যকলাপ দেখে মনে হয় নিজের একচ্ছত্র আধিপত্য বিস্তারের চেষ্টায় ব্যস্ত তিনি। এর থেকে বেরিয়ে আসতে হবে। নতুবা দল ধ্বংসের জন্য দায়ীদের তৃনমূল নেতাকর্মীরা কখনো ক্ষমা করবে না।
বিবৃতিতে তিনি বলেন দ্বন্দ্ধ ও স্বার্থের কারণে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফলে সারাদেশের নেতাকর্মীদের মনোবল ভেঙে পড়ছে। খন্ডিত জাপা কখনো জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে না, তাই দেশ ও জাতির স্বার্থে ঐক্যবদ্ধ জাতীয় পার্টির কোনো বিকল্প নেই।
বিবৃতিতে কাজী মামুন ০৯ মার্চ ২০২৪ তারিখে ঐতিহাসিক দশম জাতীয় সম্মেলনের মাধ্যমে পল্লীবন্ধু এরশাদের সহধর্মিণী বেগম রওশন এরশাদের নেতৃত্বে গঠিত কমিটির উপর আস্থা রেখে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
মন্তব্য