সব
জাতীয় পার্টির মহাসচিব কাজী মোঃ মামুনূর রশিদ আজ এক বিবৃতিতে কুমিল্লা মুরাদনগরে ঘরের দরজা ভেঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বলেছেন মুরাদনগরের ঘটনা জাতি হিসেবে আমাদের লজ্জ্বার।
বিবৃতিতে কাজী মামুন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বকালীন সময়ে এমন ঘটনা আবারও প্রমান করে যে এই সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণরূপে ব্যার্থ। দায়িত্ব গ্রহন পরবর্তী বিভিন্ন সময়ে মব ভায়োলেন্স, লুটপাটের ঘটনায় নীরব ভূমিকা পালন করার ফলে দেশের সর্বত্র আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। যা এখনো চলমান। আমরা বুঝতে পারি না প্রশাসনের এই নীরবতা কেন?
জাতীয় পার্টির মহাসচিব বিবৃতিতে ধর্ষণকারী ও ভিডিও ভাইরাল করা আটক ব্যাক্তিদের দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত ও এঘটনার সাথে অন্য কেউ জড়িত থাকলে তাদেরকে গ্রেফতার এবং ধর্ষিত নারীর নিরাপত্তার দাবী জানিয়ে সরকার ও প্রশাসনকে এঘটনা থেকে আবারও শিক্ষা নিয়ে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর হবার আহবান জানান।
মন্তব্য