সব
বাংলাদেশ পুলিশের লোগো পরিবর্তন হয়েছে। নতুন লোগোতে পালতোলা নৌকার পরিবর্তে শাপলা আনা হয়েছে। তাছাড়া নতুন লোগোতে রয়েছে দুই পাশে ধান ও গমের শীষ, উপরে তিনটি পাট পাতা এবং মাঝে পানিতে ভাসমান শাপলা, আর নীচে বাংলায় ‘পুলিশ’ লেখা।
মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে এই পরিবর্তন এনে সরকারের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে, ২০০৪ সালের ১০ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে পুলিশের মনোগ্রাম পরিবর্তন করা হয়। পরে ২০০৯ সালে লোগোতে পালতোলা নৌকা যোগ করা হয়।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর পুলিশের পোশাক ও লোগো পরিবর্তনের দাবি ওঠে।
১১ আগস্ট তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকে পুলিশের পোশাক ও লোগো পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্তব্য