সব
২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানের পর থেকে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যবৃন্দ দেশের গুরুত্বপূর্ণ বিমানবন্দরসমূহে In Aid to Civil Power এর আওতায় নিরবচ্ছিন্ন নিরাপত্তা ও সম্মানিত যাত্রীদের বিভিন্ন সেবা নিশ্চিতকল্পে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। বিশেষত, যাত্রীদের বহনকৃত প্রয়োজনীয় সামগ্রী উদ্ধারের জন্য বিমান বাহিনী সদস্যরা আন্তরিক ভূমিকা পালন করে আসছে। উল্লেখ্য যে, সাম্প্রতিক সময়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হারিয়ে যাওয়া স্বর্ণের এক জোড়া চুড়ি, ডলার ও মোবাইল ফোনসহ এক যাত্রীর হারিয়ে যাওয়া লাগেজ এবং স্বর্ণের নেকলেস বিমান বাহিনীর সদস্যদের সচেষ্ট ভূমিকায় উদ্ধার করে যাত্রীকে ফিরিয়ে দিয়েছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক)। একইভাবে, সম্মানিত প্রবাসী যাত্রীবৃন্দের হারিয়ে যাওয়া মূল্যবান মোবাইল, ল্যাপটপ উদ্ধার করে দিতে সক্ষম হয় বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যবৃন্দ।
উল্লেখ্য যে, সম্মানিত যাত্রীদের বিভিন্ন সময় বহনকৃত প্রয়োজনীয় যে কোন কিছু বিমানবন্দরের খুঁজে না পেলে বা হারিয়ে গেলে, বিমান বাহিনীর সদস্যগণ তা উদ্ধারে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে তাদের প্রচেষ্টা অব্যাহত রেখে কাজ করে চলছে।
মন্তব্য