সব
ময়মনসিংহ কোতোয়ালি পুলিশের অভিযানে বিভিন্ন মামলার আসামীসহ ১৭ জন আসামী গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ময়মনসিংহ জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করিয়া অত্র থানাধীন চরপাড়া এলাকা হইতে পেনাল কোড ১৮৬০ এর ১৮৬ ধারা মোতাবেক ১। সোবান মিয়া (৩৫), পিতা-সৈয়দ আলী মন্ডল, সাং-বাউন্ডারী রোড, ২। পারভীন (৩৫), স্বামী-শামছুল হক, সাং-গাছতলা, ৩। সাদ্দাম হোসেন (২৮), পিতা-জামাল উদ্দিন, সাং-বাশাটি, থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহ, ৪। আনিছ হোসেন রকি (৩৫), পিতা-মৃত বাবুল মিয়া, সাং-ভাটি কাশর, ৫। হামিদুল ইসলাম রবিন (৩০), পিতা-জুলহাস উদ্দিন, সাং-আকুয়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, ৬। সাকিব হোসেন আলিফ (২৪), পিতা-শামীম মিয়া, সাং-চুরখাই, ৭। শাহাদাত হোসেন (৩৫), পিতা-জালাল গাজী, সাং- চরপাড়া, ৮। সুমন মিয়া (৩৫), পিতা-আঃ সবুর, সাং-চরপাড়া, ৯। আকাশ (২৫), পিতা- মজিবর রহমান, সাং-কেওয়াটখালী, ১০। বিজয় দাস (৫০), পিতা-রঘুনাথ, সাং-নতুন বাজার, ১১। মোঃ আশরাফুল (২৭), পিতা-নইম উদ্দিন, সাং-বালিপাড়া, থানা-ত্রিশাল, ১২। আলাল উদ্দিন (৬০), পিতা-মৃত আব্দুর রহিম, সাং-মাসকান্দা, থানা-কোতোয়ালী, ১৩। মন্টু মিয়া (২৬), পিতা-সাদেক আলী, সাং-পুটিয়ালীর চর, ১৪। মাসুদ (৪৫), পিতা-আক্কাস আলী, সাং-চরপাড়া, থানা-কোতোয়ালী, সর্ব জেলা-ময়মনসিংহ দের আটক করে এবং প্রত্যককে ০২ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০(একশত) টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ০৩ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।
এসআই (নিঃ) মাহবুব আলম ফকির সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান মামলার আসামী ১। জন সরকার (৪২), পিতা-মৃত নিখিল চন্দ্র সরকার, মাতা-মৃত লক্ষী বনিক, সাং-আমলাপাড়া, শেরপুর রোড, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ, ২। নাজমুল ইসলাম রিয়াদ (২৯), পিতা-মোঃ বাইতুল ইসলাম, মাতা-নাজমা আক্তার, সাং-আকুয়া হাজী বাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, ৩। আব্দুল কালাম আজাদ (৪২), পিতা-মৃত হাবিবুর রহমান, মাতা-উম্মে কুলসুম, সাং-চরকালীবাড়ী, চায়না মোড়, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) আল আমীন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ডাকাতির চেষ্টা মামলার আসামী ১। মোঃ আব্দুল হান্নান (৪০), পিতা-মৃত বাচ্চু মিয়া, সাং-বলাশপুর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
মন্তব্য