সব
ময়মনসিংহ কোতোয়ালি পুলিশের অভিযানে ডাকাতি চেষ্টা মাদক,ও অন্যান্য মামলার আসামীসহ ১৭ জন আসামী গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৮এপ্রিল) প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,এসআই (নিঃ) মোঃ আন্নান উল আলম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ডাকাতির চেষ্টা মামলার আসামী ১। মোঃ আলিদুল রহমান ফাহাদ(২৩), পিতা-মোখলেছুর রহমান, মাতা-রাজিয়া খাতুন, সাং-কেওয়াটখালী ওয়াপদার মোড়, থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) মাসুদ জামালী সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ রাব্বি সানি(২৩), পিতা-মোঃ জালাল উদ্দিন, মাতা- মোছাঃ নুরজাহান বেগম, সাং-কাঠগোলা নদীরপাড়, ২। মোঃ রাশিদুল ইসলাম ওরফে মাইশা (২৩), পিতা-মোঃ আশরাফ আলী, মাতা-মোছাঃ রাশিদা বেগম, সাং-কাঠগোলা নদীরপাড়, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করে এবং আসামীদ্বয়ের নিকট হইতে ১০০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট করেন।
এসআই (নিঃ) মোঃ খোরশেদ আলম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। সুবীর কুমার পন্ডিত (৪৮), পিতামৃত- জীতেন্দ্র পন্ডিত, মাতামৃত-সুনীতা পন্ডিত, সাং-বালীডাঙ্গা, থানা-তারাকান্দা, এপি/সাং- আরকে মিশন রোড, ২। মোঃ শহিদুল্লাহ পালোয়ান (৫৫), পিতামৃত-আঃ মতিন পালোয়ান, সাং-বাঘমারা, উভয় থানা-কোতোয়ালী, ৩। রিপন মিয়া (৩৮), পিতামৃত-হাছেন আলী, মাতামৃত-জাহের আলী, সাং-মহেষপুর, থানা-ঈশ্বরগঞ্জ, এপি/সাং-বাঘমারা, থানা- কোতোয়ালী, ৪। মোঃ আবুল কাশেম (৫৮), পিতামৃত-আঃ মজিদ, মাতামৃত-আইমন নেছা, সাং-গোলাবাড়ী, থানা-পাগলা, এপি/সাং-১২৮/১০ কালিবাড়ী, থানা-কোতোয়ালী, সর্ব জেলা- ময়মনসিংহদেরকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) বিশ্বজিত সূত্রধর সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ রাকিবুল ইসলাম রাকিব(৩০), পিতা- অরুন মিয়া, মাতা-রেহেনা বেগম, সাং-কাশর বউ বাজার, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
ইহাছাড়াও এসআই (নিঃ) সজীব কোচ, মতিউর রহমান, মোজাম্মেল হোসেন, এএসআই আলী হোসেন, রাকিবুল আলম, আয়েছ মিঞা, ওমর ফারুক, আবু সায়েম, রাসেল ইয়ার খান, মাহমুদুল হাসান জামান, সাজেদুল ইসলাম, সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ১০ টি পরোয়ানা ভূক্ত আসামীদের গ্রেফতার করেন।
পরোয়ানা ভূক্ত আসামীদের নাম ও ঠিকানা-
১। শ্রী মুন্না বিন (৪৭), পিতা-গৌর বিন, বর্তমান: (সাং: কাটাখালী জয়নাল আবেদীন পার্ক নীচে আকাশে ভাড়াটিয়া বাড়ি) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা – ময়মনসিংহ, বাংলাদেশ।
২। আশরাফুল আ্লম , পিতা-মোস্তাফিজুর রহমান, স্থায়ী : গ্রাম-মধ্য দাপুনিয়া সরকারী পুকুরপাড়, এ/পি- ৪২ নং সানকিপাড়া মোশারফের ১ তলা বাসার ভাড়াটিয়া উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ।
৩। মোঃ বিল্লাল হোসেন, পিতা-মোঃ আঃ ছালাম, স্থায়ী: (সাং: চর গোবিন্দপুর, পো: চরখরিচা বাজার) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ।
৪। আঃ কাদের জিলানী (৩০), মোঃ ফজর আলী, মাতা-জুলেখা খাতুন, স্থায়ী: গ্রাম- চর পাড়া (187 চরপাড়া সুফিয়া করিম রোড, চরপাড়া) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ।
৫। দুর্জয় সরকার (২৭), পিতা-মৃতঃ বিমল সরকার, স্থায়ী: গ্রাম- মুজাটি (মাইনকোন) , উপজেলা/থানা- মুক্তাগাছা, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ:বর্তমান: (সেহড়া ধোপাখোলা চক্ষু হাসপাতালের উত্তর পাশে তন্ময় এর বাড়ীর ভাড়াটিয়া) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ।
৬। রাশিদা আক্তার, পিতা-মৃত আঃ মালেক,প্রযত্নে মোঃ নুরুল হক প্রিন্সিপাল অফিসার অগ্রনী ব্যাংক লিঃ, স্থায়ী: (সাং- আকুয়া ফিরোজ লাইব্রেরী মোড় আমজাদ বেপারী রোড) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ।
৭। মোছাঃ জোসনা বেগম, স্বামী- মুনছুর আলী, স্থায়ী: (সাং- পন ঘাগড়া,পোঃ চুরখাই) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ।
৮। মোছাঃ মর্জিনা খাতুন , পিতা-/স্বামী: মোঃ সুমন মিয়া, স্থায়ী : গ্রাম- মধ্য বাড়েরা (ওসমান ড্রাইভারের বাড়ী) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ।
৯। মোছাঃ হাওয়া, পিতা-/স্বামী: মোতালেব হোসেন, স্থায়ী : গ্রাম- ভাটি বাড়েরা (ভাটি বাড়েরা) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ।
১০। মোঃ মিজানুর রহমান (৩৮), মৃতঃ নুরুল ইসলাম ফরাজী, সাং-(আলালপুর পূর্বপাড়া, বটগাছতলা) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।
মন্তব্য