সব
ময়মনসিংহ কোতোয়ালি পুলিশের অভিযানে হত্যা মাদক,ও অন্যান্য মামলার আসামীসহ ১৮ জন আসামী গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,এসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া হত্যা (খুন) মামলার আসামী ১। মোঃ জালাল মিয়া (৩০), পিতামৃত- রফিকুল ইসলাম, সাং-মির্জাপুর মধ্যপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ কে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) মোঃ মোজাম্মেল হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ জয়নাল আবেদীন (৩৮), পিতামৃত-আঃ জলিল, সাং-চর কালিবাড়ী মিল গেইট বাজার, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করে এবং আসামীর নিকট হইতে ২০ পিস ইয়াবা ট্যাবলেট করেন।
এসআই (নিঃ) বিশ্বজিত সূত্রধর সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ শহিদুল ইসলাম ওরফে শহিদ(৪১), পিতা- মৃত মজিবর রহমান, ২। দিদারুল আলম ওরফে অনিক(৩৩), পিতা-মোঃ সিদ্দিকুর রহমান, উভয় সাং-পূর্ব গোহাইলকান্দি জামতলা মোড়, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহদ্বয়কে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করে এবং আসামীর নিকট হইতে ৫১ পিস নেশাজাতীয় ইনজেকশন করেন।
এসআই (নিঃ) মোঃ হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ধর্ষন মামলার আসামী ১। শ্রী অসীম ভৌমিক (১৭), পিতা-শ্রী কাজল ভৌমিক, মাতা-মনি ভৌমিক, সাং-রঘুরামপুর মাঝিপাড়া, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) মাসুদ জামালী সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া দস্যুতা মামলার আসামী ১। মোঃ আঃ ছালাম (২৭), পিতা-মোঃ রাজা আলী, মাতা- ছালু, ২। মোঃ রাকিব (২৪), পিতা-মোঃ ফরিদ, মাতা-বেবী, উভয় সাং-কৃষ্টপুর বউ বাজার,এ/পি বলাশপুর মুক্তিযোদ্ধা আবাসন, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ কে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) মোঃ আন্নান উল আলম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ডাকাতির চেষ্টা মামলার আসামী ১। আরিয়ান ইসলাম সজীব (২৩), পিতা-সাদেক আলী, মাতা-রেখা বেগম, সাং-বলাশপুর মুক্তিযোদ্ধা আবাসন, ২। মোঃ রেজাউল ইসলাম (২৫), পিতামৃত-জালাল, মাতা-শরিফা, ৩। সোহান মিযা (২৫), পিতা-আঃ জলিল, মাতা-আয়শা খাতুন, উভয় সাং-খাগডহর ঘুন্টি, সর্ব থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহদেরকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
ইহাছাড়াও এসআই (নিঃ) মাসুদ জামালী, মোঃ আশিকুর রহমান তুহিন, জাহিদুল ইসলাম এএসআই (নিঃ) সুকান্ত দেবনাথ, এএসআই মনোয়ার হোসেন, ফরহাদ উদ্দিন, আবু সায়েম, সোহেল রানা সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৮ টি পরোয়ানা ভূক্ত আসামীদের গ্রেফতার করেন।
পরোয়ানা ভূক্ত আসামীদের নাম ও ঠিকানা-
১। মোঃ শেখ ফরিদ (২৭), পিতা-মোঃ খোরশেদ (ড্রাইভার), স্থায়ী : গ্রাম- উজান ঘাগড়া (উজান ঘাগড়া (মাদ্রাসা রোড)) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ।
২। মো: আনোয়ার হোসেন (৫২), পিতা-মৃত সুরুজ মিয়া, স্থায়ী : গ্রাম- সেহড়া ধোপখলা (৬৩/১, চামড়া গুদাম) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ।
৩। মোঃ আঃ করিম (৫০), পিতা-মোঃ মনু মিয়া, স্থায়ী : গ্রাম- কলেজ রোড (পার্ট- ১) (কলেজ রোড মীর বাড়ী) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ।
৪। মোঃ আজাহার হোসেন মুলতান (৪১), পিতা-মৃত আবুল কাশেম, স্থায়ী: (মহারাজা রোড (মধু বাবুর গলি)) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ।
৫। সজিব সরকার (২৭), পিতা-হাসিম সরকার, স্থায়ী: (সাং-চর ঈশ্বরদিয়া) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ।
৬। শ্যামল চন্দ্র দাস , পিতা-অজিদ চন্দ্র দাস, স্থায়ী: (সাং-রাস্তা শোভা ষ্টোর,১১৬ ডাইল পট্রি মেচুয়া বাজার) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ।
৭। শ্যামল চন্দ্র দাস , পিতা-অজিদ চন্দ্র দাস, স্থায়ী: (সাং-রাস্তা শোভা ষ্টোর,১১৬ ডাইল পট্রি মেচুয়া বাজার) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ।
৮। মোঃ ইনসান , পিতা-মোঃ হযরত আলী, স্থায়ী: গ্রাম- বলাশপুর (১৫৪, ব্লক-১৬, আবাসন প্রকল্প, পো: কেওয়াটখালী) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা – ময়মনসিংহ, বাংলাদেশ।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।
মন্তব্য